আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় কার্যদিবসে সূচকে ঊর্ধ্বগতি

প্রথম দিনের শ্লথ গতি কাটিয়ে উঠে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শেয়ারবাজারে লেনদেনে ফের চাঙ্গাভাব দেখা দিয়েছে। লেনদেনের দুই ঘন্টায় উভয় শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এখনো কিছুটা শ্লথ গতিতে চলছে।

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর দুই ঘণ্টায় দুপুর সাড়ে ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪১৭৯ পয়েন্টে। এ সময় মোট ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৭৪টি, কমেছে ৫৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৪৫ লাখ টাকার।

সাড়ে বারোটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮১৫২ পয়েন্টে। এ সময় মোট ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।

টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকার।

গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৮৩ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩৪৮ কোটি ৬৮ লাখ টাকার।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.