আমাদের কথা খুঁজে নিন

   

আবারও এরশাদ রঙ্গ ; ব্যাপুক বিনুদুনই বটে



আজ ১২ টায় সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে উদ্দেশ্য করে অনেকেই অনেক কথা বলেছেন। অনলাইন পত্রিকা নতুনবার্তা ডটকম ও আরটিএনএন এর সৌজন্যে বাচাইকৃত কিছু বুলি সাথে ফেবু থেকে কয়েকজনের স্টাটাস আপনাদের জন্য তুলে ধরলাম। ১. প্লিজ, আমাকে নিয়ে বিদ্রুপ করো না : এরশাদ ২. নাম প্রকাশে অনিচ্ছুক দলটির স্থায়ী কমিটির একজন সদস্য নতুন বার্তা ডটকমকে বলেন, “এরশাদের কথায় স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা নেই। ৩. এরশাদের এই ক্রিয়া কতক্ষণ থাকে সেটাই দেখার বিষয় : সুরঞ্জিত ৪. আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, "এরশাদের মুখ থেকে শেষ কথা শোনা হয়ে গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এমনটা মনে করার কারণ নেই।

এটাই যে তার শেষ কথা, এটা কেন মনে করেন?” ৫. দেরিতে হলেও এরশাদ ভুল বুঝতে পেরেছেন : জাফর ৬. এরশাদের সিদ্ধান্ত জাপার নেতাকর্মীরাই জানেন না : তোফায়েল ৭. অবশেষে বলতে হয় মানুষ মাত্রই পরিবর্তনশীল = ম্যান ইজ এরশাদ। ফেসবুকে এরকম একটি স্ট্যাসাস দিয়েছেন একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা। নিঃসন্দেহে এটি একটি যথার্থ মন্তব্য। ৮. Monzur Morshed Rahat আজ দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন পতিত স্বৈরশাসক, বিশ্ববেহায়া লেজেহুমু এরশাদ। খুশি হওয়ার কিছু নাই।

সে একটা পুতুল। হাসিনা যেভাবে নাচাইতেসে, সেভাবেই নাচতেসে। অতএব নাটকের বাকি অংশ দেখতে পপকর্ণ অথবা চালভাজা নিয়ে বসে পড়ুন টিভি সেটের সামনে। ৯. আর্সোনিস্ট লিডার এরশাদ সম্পর্কিত প্রচলিত ফেসবুক কথনঃ - মানুষ পরিবর্তনশীল; ম্যান ইজ এরশাদ - মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে এরশাদ হয়ে যায় - দুইটি প্রাণী ইচ্ছামত রঙ বদলাতে পারে। ১.গিরগিটি ২.এরশাদ।

- সাপ কে বিশ্বাস করো কিন্তু এরশাদ কে বিশ্বাস করো না - মানুষের বৈজ্ঞানিক নাম (homo sapiens) ; এরশাদের বৈজ্ঞানিক নাম (Homo Ershad) - এরশাদ মানেই আসল পুরুষ - আকাশের রঙ আর এরশাদের মন ক্ষণে ক্ষণে বদলায়। - একজন এরশাদ; সাঁরা জীবনের কান্না - এরশাদ বারবার বেলতলায় যায় - অসম্ভবকে সম্ভব করায় এরশাদের কাজ - এরশাদ মানেই সেইরাম বিনুদুন - এরশাদকে অর্জনের চেয়ে এরশাদকে রক্ষা করা কঠিন। পরিশেষে বলতে চাই এরশাদ রক্স (এরশাদ পাথর হৃদয়ের মানুষ)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.