আমাদের কথা খুঁজে নিন

   

‘ডেলিভারি ড্রোন’ আনছে অ্যামাজন

বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, অক্টোকপ্টার নামের ড্রোনগুলো একবারে প্রায় সোয়া দুই কেজি ওজনের পণ্য বহন করতে পারবে। অর্ডার পাওয়ার ৩০ মিনিটের মধ্যে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে পারে ড্রোনগুলো। তবে এই সরবরাহ ব্যবস্থা ব্যাপক পরিসরে চালু করার জন্য পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বেজোস।
সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেজোস বলেন, ‘আধ ঘণ্টার মধ্যেই পণ্য পৌঁছে দিতে পারবো আমরা। একবারে সর্বোচ্চ ২.৩ কেজি ওজনের পণ্য সরবরাহ করা হবে।

আমাদের সরবরাহকৃত পণ্যের ৮৬ শতাংশই এই ওজনের মধ্যে থাকে। ’
ডেলিভারি ড্রোনগুলো নিয়ে অ্যামাজন নিজেদের ওয়েবসাইটেও একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটিতে দেখানো হয়েছে যে, একটি ড্রোন প্রতিষ্ঠানটির গুদাম থেকে পণ্য সংগ্রহ করে ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে।
তবে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর কাছ থেকে এখনও এই প্রযুক্তি ব্যবহারের অনুমতি পায়নি অ্যামাজন। এখন পর্যন্ত এফএএ পুলিশ এবং সরকারি বিভিন্ন সংস্থাকে ১৪০০ ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে।

সংস্থাটি বেসামরিক কাজে ড্রোন ব্যবহারের অনুমতি ২০১৫ সাল নাগাদ দেবে বলেই জানিয়েছে বিবিসি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.