আমাদের কথা খুঁজে নিন

   

টিভি হাইলাইটস

বাংলায় লাক্স 'শোবিজ ওয়ার্ল্ড'

এটিএন বাংলায় আজ বিকাল ৪টা ২০ মিনিটে প্রচার হবে শোবিজের খবরাখবর নিয়ে অনুষ্ঠান 'লাঙ্ শোবিজ ওয়ার্ল্ড'। রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে থাকছে বাংলাদেশসহ সারা বিশ্বে ঘটে যাওয়া মিডিয়ার সামপ্রতিক ঘটনা, নতুন ছবি ও বিশ্ব সংগীতের খোঁজ খবর, তারকাদের জীবনীসহ জানা অজানা তথ্য, গুঞ্জন, মিউজিক ভিডিও, টপচার্ট, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নেপথ্য গল্পসহ আরও অনেক আয়োজন। মুভি ফ্রিক, মিউজিক ম্যানিয়া, রিভিউ অব ক্ল্যাসিক, স্টার মিরর এবং ফ্লাশব্যাক সেগমেন্ট দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি।

 

 

আজ চোরকাঁটা

আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক চোরকাঁটা। পারিবারিক সম্পর্ক, প্রেম, জীবনের নানা রকম টানাপোড়েন, প্রিয়জনের ভালোবাসার স্পর্শসহ সামাজিক জীবনের প্রভৃতি সব অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক 'চোরকাঁটা'।

পান্থ শাহ্্রিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস ।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, নাদিয়া, শতাব্দী ওয়াদুদ, বিজরী বরকতউল্লাহ, শর্মিলী আহমেদ, চিত্রলেখা গুহ প্রমুখ। নাটকটি প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে।

 

 

নতুন অনুষ্ঠান স্বপ্নযাত্রা

একুশে টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে নতুন অনুষ্ঠান স্বপ্নযাত্রা। তরুণদের সাফল্য, তরুণদের নতুন যেকোন কিছুতে আগ্রহ, তরুণদের যেকোন নতুন ভাবনা নিয়েই স্বপ্নযাত্রা।

বাংলাদেশের তরুণরা দেশে বিদেশে সর্বস্তরে, বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধার পরিচয় দিয়ে দেশ এবং জাতিকে করে তুলছে সমৃদ্ধ। সেই সব তরুণদের সাফল্য গাথাও থাকছে 'স্বপ্নযাত্রায়' । সততা, মেধা এবং পরিশ্রমই যে সাফল্যের চাবিকাঠি সেই বিষয়ে জানবে স্বপ্নযাত্রা । দেশপ্রেম এবং জাতির জন্য কি করণীয়, কি ভাবনা এই বিষয়গুলোই থাকবে অনুষ্ঠানটিতে। ফাতেমা শিলুর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।

 

নাটক 'চার কন্যা'

চার কন্যার প্রতি পিতার নিজস্ব চিন্তাভাবনার প্রয়োগের হাস্যরসাত্দক কর্মকান্ড নিয়েই নাটকটির মূল কাহিনী। আহসান আলমগীরের রচনা এবং দেবাশীষ বড়ুয়া দীপের পরিচালনায় ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ফজলুর রহমান বাবু, জয়রাজ, অবিদ রেহান, সঞ্জিব, বন্যা মির্জা, ফারাহ রুমা, মুনিরা মিঠু, ইলোরা গহর, মুক্তি, তন্ময় প্রমুখ। ধারাবাহিক নাটক 'চার কন্যা' প্রচার হবে আজ রাত ৮টা ২০ মিনিটে একুশে টেলিভিশনে।

 

দেশে দেশে যুদ্ধাপরাধ

নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে কয়েক হাজার বছর ধরে মানুষের যে ক্রমপ্রবাহমান ইতিহাস সেই ইতিহাসের নিষ্ঠুর, নির্মম, ভয়াবহ এবং বীভৎস দিকটি হচ্ছে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের লক্ষ্যে প্রথম প্রতিষ্ঠিত হয় ন্যুরেমবার্গ ট্রাইব্যুনাল।

সেই থেকে আজ অবধি বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকার্য পরিচালিত হচ্ছে। দেশ টেলিভিশন আয়োজিত ১ পর্বের 'দেশে দেশে যুদ্ধাপরাধ' অনুষ্ঠানটি প্রচার হচ্ছে ১লা ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। রবিউল করিম-এর পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুমনা সিদ্দিকী।

 

নাটক 'ইয়েস বস নো বস'

এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ১০৪ পর্বের নতুন ধারাবাহিক নাটক 'ইয়েস বস নো বস'। নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার প্রচার হচ্ছে ।

কচি খন্দকারের রচনা এবং পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আবুল হায়াত, ওয়াহিদা মলি্লক, ফজলুর রহমান বাবু, ডলি জহুর, মোশাররফ করিম, বাঁধন, এসএম মহসিন, আহসানুল হক মিনু, শেলী, আব্দুল্লাহ রানা, শ্রাবণ, রিফাত চৌধুরী, আহসান কবির, মিলন ভট্টাচার্য, সৈকত প্রামাণিক, অহনা, সৈয়দ মুসাফির বাচ্চু, ফারহানা, সিদ্দিক মাস্টার প্রমুখ। 'বস গ্রুপ অব কোম্পানির মালিকের বিরাট সাম্রাজ্য এই কর্পোরেট অফিস। মালিক চেয়ারম্যান নিজেই এই সাম্রাজ্যের বিগ বস।

 

ধারাবাহিক নাটক অ-এর গল্প

অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক ধারাবাহিক নাটক

অ-এর গল্পে আজ ধারাবাহিক নাটক অ-এর গল্পে আজ দুর্ধর্ষ খুনি মাদক চোরাকারবারির গল্প 'অমানুষ'। এ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।

আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। তানভীর হোসেন প্রবাল-এর পরিচালনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ। আজকের পর্বে অভিনয় করেছেন তানভীর হোসেন প্রবাল, আপেল, নিয়াজ মোরশেদ, শাকিল, আবিদ প্রমুখ। 'অ-এর গল্প' ধারাবাহিক নাটক বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে।

 

মিউজিক্যাল নাইট

কামরুজ্জামান রঞ্জুর প্রযোজনায় বাংলাদেশ-সিঙ্গাপুর সোসাইটি এবং এসএ টেলিভিশনের আয়োজনে সিঙ্গাপুরে আয়োজিত মিউজিক্যাল অনুষ্ঠান 'রয়েল টাইগার মিউজিক্যাল নাইট'।

এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় তিনজন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ এবং কণা। সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের একটু আনন্দ বিনোদন দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন। এটি প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.