১২ জুন বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। সে সময় ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় ভেন্যুগুলোর তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে। তাই ম্যাচের সময় ফুটবলারদের নিয়মিত পানি পানের প্রয়োজন আছে বলে মনে করেন প্রানদেল্লি।
যদিও ফিফা চায় ম্যাচের সময় পানির বোতলগুলো শুধু গোলপোস্টের পাশে থাকবে। যার অর্থ গোলরক্ষক ছাড়া অন্য খেলোয়াড়রা শুধু কর্নার কিকের সময় পানি পানের সুযোগ পাবেন।
এ প্রসঙ্গে ৫৬ বছর বয়সী প্রানদেল্লি বলেন, “শুধু পানি পান করার জন্য খেলোয়াড়দের মধ্যে ইচ্ছাকৃতভাবে কর্নার করার প্রবণতা তৈরি হতে পারে। রসিকতা বলে মনে হলেও এমনটা হতেই পারে। দুই-এক দিনের মধ্যে (ফিফার কাছে) আমরা এ ব্যাপারে অনুরোধ করবো। ”
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের তীব্র গরমের কথা চিন্তা করে দুপুরের ম্যাচগুলোর সময় বদলের অনুরোধ করেছিল কেউ-কেউ। কিন্তু ফিফা তাতে সাড়া দেয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।