আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষপূর্তির পোস্ট (ফাও সময় থাকলে আসতে পারেন ।ভেতরে পড়ার মত কিছুই নাই :-()

কী লাভ আকাশ সম হতাশা নিয়ে বেঁচে থেকে , এর চেয়ে তো মরণ ভালো ! সময় টা ২০১০ এর মাঝামাঝি হবে । সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি । ফেসবুকে তখন অনেক সময় ব্যয় করতাম । এর ই মাঝে নোট টোট লিখে বন্ধুদের দেয়া নানা খেতাবে ভূষিত হয়েছি । ওদের ভাষায় , আমি খুব সুন্দর মনের ভাব প্রকাশ করতে পারি ইত্যাদি ইত্যাদি ।

সত্যি কথা বলতে কি , ক্লাস নাইন টেনে পাঠ্য বইয়ের বাইরে অন্যান বই পড়া শুরু করি । যার দরুণ কথা বার্তায় অনেকটা পরিবর্তন আসে । বই থেকে শেখা অনেক শব্দ ই ফেসবুকে ব্যবহার করতে লাগলাম । এর ফলে যা হবার তাই হলো । তো একদিন ব্লগার মীর*ইমাম ভাই আমার একটা নোট পড়ে অবিভূত (!)হয়ে সামুর লিংক দিয়ে বললেন নিক খুলতে ।

সাথে এ ও বললেন ,সপ্তাহে ২ তিনটা পোস্ট দিলে খুব তাড়াতাড়ি সেফ হয়ে যাবি !! তখন আমি মোবাইল থেকে নেট ইউজ করতাম । তাই নিক খোলা সম্ভব হয় নি । তবে নিয়মিত ব্লগ পড়তে লাগলাম । যত ই দিন যায় ততই আকুলতা বাড়তে থাকে । এভাবে ২/৩ মাস ব্লগ পড়ার পর আর ধৈর্য না ধরতে পেরে ইমাম ভাইকে নিক খুলে দিতে বললাম ।

তিনি তখন ইংল্যান্ড ছিলেন । ঘণ্টা খানেক পরই আমাকে নিক খুলে দিলেন । খুশিতে আর ধরে না । নিজের নিক নিয়ে বিচরণ !বাহ্ !আমি সামুর ব্লগার ! ভাবতেই ভাব চলে আসতো ! কিন্তু সে ভাব আর থাকলো না । কারণ আমি মোবাইল থেকে পোস্ট দেয়া যায় না ।

তো কি করা এভাবেই ব্লগে চলতে লাগলাম । ৭ দিন গেলো ,গেলো মাস তারপরে ও সেফ হতে পারি নি । যখন ৩ মাস পেরিয়ে গেলো তখন আশা ছেড়ে দিলাম । এরপর আর লগইন করতাম না । অফলাইনে ব্লগ পরতাম আর সামুর আইডি দিয়ে আওয়াজে টাইম গেজাতাম ।

এভাবে ২০১১ সালের ডিসেম্বরের শেষের দিকে প্রায় এক বছর পর কোন একটা দরকারে মেইল চেক করতে গিয়ে দেখি সেফ হয়েছি । নতুন করে হাসি ফুটলো মুখে । যাক সেফ তো হলাম । এবার পোস্ট করার পালা । চিন্তাভাবনা করে আমার ক্লাসিক ফোন থেকে পোস্ট লিখা ও পাবলিস করার সিস্টেম ও পেয়ে যাই ।

তারপর শুরু করি পোস্ট করা । একে একে ১৫ টা পোস্ট করি কয়েক দিনেই । সীমাবদ্ধ ধারণার মানুষ আমি । পোস্টগুলো ও নিতান্তই সাধারণ । (যদিও পরে প্রায় সবগুলো ডিলিট করে দিয়েছি ।

কারণ এগুলো পড়লে আমার ই হাসি আসতো ) অতি সাধারণ ভাবে পথ চলতে থাকি সামুতে । তারপর হতে চলেছে একবছর । আলসেমিয়া নামক জটিল একটা রোগ আছে আমার । এর জন্য লেখা পড়ে ও কমেন্ট করা হয় না । তবে চুপিচুপি প্লাসটা ঠিক ই দিয়ে যাই ।

আজ তাই সবার কাছে ক্ষমাপ্রার্থী । সত্যি বলতে ব্লগার উপাধি টা আমার ক্ষেত্র প্রযোজ্য না । আমি পড়তে ভালোবাসি । পাঠক হিসেবেই বেশ ভালো আছি । যদিও ব্লগার হতে এসেছিলাম কিন্তু সে যোগ্যতা আমার নেই ।

তবুও মাঝে মাঝে শখের বশে পোস্ট করেছি । অনেকে উত্‍সাহ দিয়েছেন । তাদের কাছে চির কৃতজ্ঞ । সামু থেকে অনেক কিছু শিখেছি যা হয়তো ব্লগে না আসলে শেখা হতো না । কারণ অত্যন্ত ঘরকুনো মানুষ আমি ।

যে কিনা নিজের খবর ই রাখে না । সবশেষে একটাই বলার ,সামু বেঁচে থাক চিরকাল । বিঃদ্রঃ সামুতে আমার ২ বছর ১ সপ্তাহ হতে চলেছে । যেহেতু আমার সেফ হতেই একবছর লেগেছে এবং ঐ একবছর কিছুই করি নি তাই একে বাদ দিলাম । সে হিসেবে বছরপূর্তির পোস্ট এটা ।

এবং ভালো থাকুন সবাই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।