আমি অনেক সহজ সরল বোকা একজন মানুষ। দুনিয়ার সাথে তাল মিলায়ে চলতে একটু কষ্ট হয় বৈকি। আমি জুনিয়র ব্লগার । কেমনে বুঝছি? আপনে জানেন না আপনে কেমন ব্লগার?ভিতরে ঢুইকা পড়েন-
আমি খালি মানুষের প্রোফাইলে গিয়া মন্তব্য করি ,খালি মন্তব্য না ,অনেক বেশি করি,ভালা ভালা পোস্ট পাইলে তো কথাই নাই,চাইর -পাঁচ টা কমেন্ট একলগে করি ।
এহন আমি যেই গ্রুপ ই পাই না কেন সেইটাতেই এপ্লাই করি,আমারে ঝুলায়া রাখলে রাখুক ।
এইডা কোন বিষয় না।
এহন আমি সপ্তাহে ৪-৫ টা ব্লগ লেইখা ফালাই আরামসে,বড় ভাইরা ধমক দেয় কিন্তু কি করুম হেগো ব্লগে যেমনে প্রতিডা পোষ্টে ৭০-৮০ টা লাইক আর ২-৩ শ কমেন্ট আহে আমার তো মন ডা ছুড হইয়া যায় । এল্লিগা আমি এত্তগুলা পোষ্ট করি তারপরেও হেগো সমান পপুলার হইতে পারি না। আফসুস ।
অণুজীব এর লিখা একটা পোষ্ট আছে না ঐযে ৫০ তম কমেন্ট,১০০ তম কমেন্টকারককে খুঁজে বের করেন,আমি এহনো ঐডী বাইর করি,কি করুম?হাজার দুই হাজার কবে হইব ! আল্লাহ মালুম !
বড় বড় ব্লগার মানে সিনিয়র ব্লগার রা যদি আমার প্রোফাইলে আসে তাইলে আমি তো আনন্দে আটখানা হইয়া যাই ।
আমারে কে পায়? বন্ধুমহলে ভাব নেই-জানস,কালকে আমার পোষ্টে কেডা আইছিল ?
-কেডা?
-যায়া দেইখ্যা আহিস,কমু না। (চামে দিয়া এম্নে হিট ও বাড়াই । )
কিন্তু সিনিয়র ব্লগারদের একটা সমস্যা আমার মনডারে খালি পুড়ায়,উনারা যখন বড় হইয়া যায় তখন তারা ভুইলা যায় যে হেরাও আমার লাহান ছুড আছিল । কেম্নে বুঝাই? হেরা এহন খালি ছুড ছুড মন্তব্য করে । দয়া করে যদি কোন পোস্টে একটা কমেন্ট কইরাও ফালায় তাইলে ঐডা হইব বিতর্ক প্রতিযোগিতার যুক্তিখন্ডনের মতন।
এইডাতে পোস্টের বিশ্লেষণ, যাবতীয় খুঁত/ত্রুটি, বানান ভুল থেকে শুরু কইরা উপরে অন্যান্য কমেন্টকারীদের কমেন্টের ব্যবচ্ছেদ কিছুই বাদ যায় না।
আরেকজনের ব্লগে যায়া ভাব লইতে পারি না। ব্লগের কাছে তো আমি এহনো বাচ্চা ।
আমার জন্মদিনের দিন মাইনষের পোষ্টে যায়া কমেন্ট দেই যাতে হেরা আমার প্রোফাইলে আইসা ঘুইরা যায় । কি কমু? After aLL আমি জুনিয়র ব্লগার ।
কাউরে যদি ব্যান কইরা দেয় আমি সেই ব্যান হওয়ার বিরুদ্ধে নিন্দা জানাই,তাকে সেফ করার আবেদন জানাই ।
ব্লগে কোন পোষ্টেই সফল না হইতে পাইরা পরে আমি হাত তুলি >আমারে বাঁচাও । আমার ব্লগিং জীবন এম্নে শেষ কইর না । আমি জুনিয়র থেইকা সিনিয়র হইতে চাই । আমারেও কবে অপরবাস্তবের নির্বাচক প্যানেলে ডাক দিব ।
আশায় আশায় দিন গইণা যাই ।
আজকে সামুতে এক বছর পূর্ণ করলাম । গত কয়েকদিন ধরে সবার বর্ষপূর্তি পোষ্ট দেখে আমারো অনেক লিখতে ইচ্ছা হল । এজন্যি লিখলাম। আমার এক বছর হইয়া গেছে ।
সামুতে একটা বসন্ত দেখলাম । দোয়া করবেন আমার লেইগা আমি যেন সিনিয়র হইইয়া আতেল হইতে পারি
অল্প একটু এডিট করব বেশি না । এই বর্ষপূর্তি পোষ্ট টা উৎসর্গ করলাম হামা ভাই এবং সমুদ্রকন্যা আপুকে । উনাদের দাম্পত্য জীবন সুখের হোক । অভিনন্দন রইল ।
খালি দাওয়াত টা পাইলাম না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।