আমাদের কথা খুঁজে নিন

   

মাদিবার জন্য রাষ্ট্রীয় শোক ও আমাদের নেতৃত্বের দৈন্যতা !

তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা

কিংবদন্তী মানবতাবাদী নেতা নেলসন ম্যান্ডেলার মহাপ্রায়ানে বিশ্ব শোকাতুর। নিপীড়িত মানুষের কন্ঠস্বর মাদিবার বিদায়লগ্নকে স্মরনীয় রাখতে বাংলাদেশেও ঘোষণা করা হয়েছে তিনদিনের রাষ্ট্রীয় শোক। শুধুমাত্র আচার-অনুষ্ঠান, অন্যসকল দেশ করছে, আমরা না পালন করলে মানুষ কী বলবে টাইপ প্রবণতা থেকেই এধরণের রাষ্ট্রীয় শোকগুলো পালিত হয়। পূর্বের অভিজ্ঞতার ধারাবাহিকতা অব্যাহত থাকলে মহান ম্যান্ডেলার বেলাতেও তার ব্যাত্যয় হবে বলে মনে হয়না। আগা্মী দিনের কোন কোন সংবাদপত্রে হয়ত ক্রোড়পত্র আসতে পারে।

পত্রিকা জুড়ে নানা উপমা, আর স্মৃতিচারণে শত শত ফিচার, প্রতিবেদন, ছবির অ্যালবাম, বহুকিছুই আসবে। আজকে যেটা বিরাজ করছে অনলাইন সংবাদপত্রগুলোতে। টেলিভিশনের সংবাদ উপস্থাপক/উপস্থাপিকাগণ সদাহাস্যমুখে অন্যান্য সুসংবাদ/দু:সংবাদের মত করে মাদিবার মৃত্যুর সংবাদও পাঠ করছেন। মধ্যরাতে জাতির বিবেকগণ মাদিবাকে নিয়ে টক-ঝাল বাত-চিতে সরগরম করে তুলবেন ড্রয়িং রুম। আর প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদ্বয় জাতির উদ্দেশ্যে গণমাধ্যমে পাঠানো মহামূল্যবান (!) বানীতে বয়ান করবেন - এই মহান নেতার জীবন থেকে আমারদেরকে শিক্ষা নিতে হবে।

তার পরের দিন্ই ক্ষমতায় টিকে থাকার জন্য আর কিছু কূট-কৌশল আটবেন একজন আর অন্যজন ক্ষতায় যাবার জন্য আরও কিছু বেশি ককটেল ফোটাবেন, কিছু প্রেটোল বোমা ছুড়বেন, ট্রেনের ফিসপ্লেট তুলবেন, রাস্তা খুড়বেন। এই হল মাদিবার কাছ থেকে আমাদের শিক্ষা !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।