আকাশপথে দূরত্ব ৯,৩৮৯.০৮ কিলোমিটার। ইন্টারনেটের কল্যাণে এই দূরত্ব এখন স্রেফ এক ক্লিক। তারচেয়েও অনেক কাছে তিনি। ভালোবাসার কোমলতায় তাকে ধারণ করছে বাংলাদেশর নেটিজেনরা। তার ছবিতে বদলে গেছে ভার্চুয়াল আকাশ।
ফেসবুক স্ট্যাটাস, কমিউনিটি ব্লগ থেকে অনলাইন প্লাটফর্মে তার বন্দনায় উন্মুখ সবাই। এ শোক লেগেছে ভার্চুয়াল দুনিতেও। বলছি, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কথা। তার বিদায়ে বিশ্বজুড়ে নেমেছে শোকের ছায়া। অনলাইন সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটারসহ বিভিন্ন ওয়েবসাইটে এই নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সব বয়সী মানুষ।
ইতোমধ্যে অনেকেই মাদিবার ছবি দিয়ে বদলে ফেলেছেন ফেসবুকের কাভার ফটো। কেউবা প্রোফাইল ফটোতে জুড়ে দিয়েছেন নেলসন ম্যান্ডেলার ছবি। অধিকাংশই কিংবদন্তি এই নেতার বিখ্যাত উক্তি তুলে ধরেছেন।
মাদিবার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,‘From prisoner to president, Nelson Mandela was tireless in his pursuit of equality and justice for all people. President Mandela was a remarkable example to us, to our foundation, and to the whole world thanks to a life imbued with courage, dedication and compassion. Our thoughts and prayers are with Graca Machel and President Mandela’s family. We join with the people of South Africa in grieving the loss of this extraordinary and inspirational leader.’ Dear Graca সম্বোধন করে নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন,‘Words cannot express the profound sadness I feel at the passing of Madiba, whose life and message has been an inspiration for the world. While he passes from this physical world, his vision, his strength and courage, his perseverance and integrity, his humility and magnanimity are a shining example to all those who strive to create a better and more just world, and will remain so for generations to come.’ মাদিবার আত্দার শান্তি কামনার বাইরেও ব্যতিক্রমী কিছু মন্তব্য দেখা গেছে ফেসবুকে। এমনই একটি ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়েছে, '২৭ বছর জেলেই ছিলেন ম্যান্ডেলা।
কালো মানুষের জন্য জীবনব্যাপী লড়াই করেছেন। অথচ সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন মাত্র পাঁচ বছরের জন্য। অথচ অনেকেই ক্ষমতার লোভ মেটাতে পারেন না। এরকম মানুষ আর খুজে পাওয়া যাবে না। * ইনফোটেক ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।