আমাদের কথা খুঁজে নিন

   

সেসব প্রিয় ব্লগারদের নীরাবতায় শুরু করলাম ২০১৩

"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.। " ২০১৩ সাল ! নৈরাশ্যবাদীরা বলছে আনলাকি থারটিন ! "কি জানি কি হয়"- এই আশংকায় তারা প্রমাদ গুনছেন। আবার আশাবাদীরা বলছে মঙ্গলে শুরু মঙ্গলে শেষ ২০১৩। কাজেই ভালই কাটবে এই বছরটা। আমাদের জাতীয় জীবনে ভাল সংবাদের মাইনরিটি সংখ্যা এবং আমাদের নোংরা রাজনীতির আপকামিং পূর্বাভাস বিবেচনায় নৈরাশ্যবাদিদের আশংকা যেমনি উড়িয়ে দেওয়া যাবেনা তেমনি যাপিত জীবনে ভাল থাকতে চাই বলে আশাবাদীদের কথাও ফেলে দিতে চাইনা।

বরং প্রার্থনা করি আশাবাদীদের কথাই বাস্তব হোক... সামহয়্যারইন ব্লগ ! মুক্ত চিন্তার লিখালিখির প্রিয় প্লাটফরম। নানা মতের নানা মানুষের ভিড়ে এখানেও রয়েছে বৈচিত্রের সম্ভার। কখনও উত্তাপ, কখনো নিরুত্তাপ, কখনও ঝড়-ঝঞ্চা আবার কখনও শান্ত কবিতার মোলায়েম অনুভূতি। কখনও সাফল্য, কখনও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃপ্ত শপথ আবার কখনও প্রিয় ব্লগারের মৃত্যু সংবাদে শীতল হাহাকার। ফেলে আসা বছরে সামহয়্যারইন ব্লগের বহরে যুক্ত হয়েছে অসংখ্যা নতুন ব্লগার।

আবার বাস্তব জীবনের নির্মম প্রয়োজনের কষাঘাতে কিংবা চলার পথের পুঞ্জিত কোন অভিমানে সামু ছেড়ে চলে গিয়েছেন অনেক প্রিয় ব্লগার। আজকে পূর্ন ভালবাসা ও বেদনার মিথস্ক্রিয়ায় স্মরণ করব চুপ হয়ে যাওয়া সেসব ব্লগারদের যাদের সরব উপস্থিতি ছাড়া সামহয়্যারইন ব্লগ পা রাখল ২০১৩ সালের আঙিনায়... কালপুরুষ: "পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে" ট্যাগ লাইন নিয়ে লিখতেন অগ্রজ এই ব্লগার। লিখালিখি করতেন নিজের মত করে। কবিতা, ছড়া এসব মিলিয়ে মূলত সাহিত্য ঘরানার ব্লগার তিনি। ছিলেন বিপুলভাবে পাঠক সমাদৃত।

৬ বছর ১১ মাসের ব্লগ জীবনে ৭৮৪ টি পোষ্ট করেন। ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৮ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। আলিম আল রাজি: কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়.. সুন্দর কাব্যিক ট্যাগ লাইন নিয়ে ব্লগিং করতেন এই অগ্রজ ব্লগার। বাংলা ব্লগিং যাদের জনপ্রিয়তা সবদিকে ছড়িয়ে পড়েছিল তাদেরই একজন রাজি। মূলত রম্য ঘরানার লিখালিখি এবং ফিচার লিখতেন তিনি।

সমসাময়িক রাজনীতি, সমাজ ব্যবস্থা, সামাজিক অসংগতি নানা বিষয় উঠে আসতো তার রম্য লিখনীতে। ৩ বছর ৬ মাসের ব্লগ জীবনে ১২২ টি পোষ্ট করেন। ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৫ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। আলীম আল রাজি'র মত ব্লগার সকলের নমস্য এবং এরূপ সৃজনশীল ব্লগার খুব কমই চোখে পড়ে। রিয়েল ডেমোন : রিক_এর ঝরা পাতা ট্যাগ লাইন নিয়ে লিখতেন প্রবাসী এই ব্লগার।

২ বছর ২ দিনের ব্লগ জীবনে ৮০ টি পোষ্ট করে হঠাৎ চুপ হয়ে গেয়েছেন তিনি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারী সকাল ৮:৩০ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। কফিশপ শিরোনামে সিরিজ গল্প ,নিজের শৈশব কৈশরের স্মৃতি কথা এবং প্যারিসের চিঠি শিরোনামে পোষ্ট দিয়ে তিনি বেশ পাঠক সমাদৃত হয়েছিলেন। এছাড়াও তার বেশ কিছু সুখপাঠ্য গল্প ব্লগারদের মন জয় করে নিয়েছিল। সুলতানা শীরিন সাজি : বেঁচে থাকাটা দারুণ ব্যাপার .... এই শিরোনামে লিখতেন কবি সুলতানা শিরিন সাজি।

তিনি নিখাদ সাহিত্য ঘরানার কবি ব্লগার। ৫ বছর ২ মাসের ব্লগ জীবনে তিনি ৩১১ টি পোষ্ট করেছিলেন। ২০১২ সালের ১২ জানুয়ারি সকাল ১১:৩৬ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। এই ব্লগারের সুখ পাঠ্য অসংখ্যা কবিতা বিপুল ভাবে পাঠক সমাদৃত হয়েছিল। নষ্টকবি: গল্প, কবিতা, ফটোগ্রাফী, নিজের আঁকা আঁকি সবকিছু মিলিয়ে সব্যচাষী একজন ব্লগার তিনি।

তবে গল্পের স্বর্গে তার বিচরণ নান্দনিক। ৩ বছর ৫ মাসের ব্লগ জীবনে তিনি ১৩৪ টি পোষ্ট করেছিলেন। তার মধ্যে বেশ কিছু রহস্যময় ভৌতিক গল্প বেশ পাঠক জনপ্রিয়তা অর্জন করেছিল। ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৯ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। জাহাজী পোলা: "সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই" এই ট্যাগ লাইন নিয়ে ব্লগ লিখেন জাহাজী পোলা।

এই ব্লগার পেশায় একজন সমুদ্র জয়ী নাবিক। তার লিখালিখিতে উঠে আসতো দুঃসাহসী সমুদ্রাভিযানের নানা অজানা কাহিনী এবং নাবিক জীবনের নানা রোমাঞ্চকর অনুভূতি যা সর্বশ্রেণীর পাঠক কে বেশ আনন্দ দিত। ২বছর ৩ মাসের ব্লগ জীবনে তিনি ৪৪ টি পোষ্ট করেছিলেন। ২০১১ সালের ১ ডিসেম্বর বিকাল৫:২৭ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। সমুদ্র কন্যা: সুন্দরতর ও শ্রেষ্ঠতর আগামীকালের অপেক্ষায়.- ট্যাগ লাইন নিয়ে ব্লগিং করেন এই ব্লগার।

গল্প ও কবিতার মিশেল সম্ভারে সমৃদ্ধ তার ব্লগ বাড়ির আঙিনা সব শ্রেনীর পাঠকের সমাগমে মুখর থাকতো। ৩ বছর ২ মাসের ব্লগ জীবনে তিনি ১০৯ টি পোষ্ট করেছিলেন। ২০১২ সালের ২৮ অক্টোবর রাত ১১;১৮ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। নাআমি: স্বাগতম নাআমি'র ব্লগ বাড়িতে ট্যাগ লাইন নিয়ে ব্লগ লিখেন এই ব্লগার। দেশ, নিজস্ব সংস্কৃতি ও ভ্রমন কাহিনী, ফিচার সবকিছু মিলিয়ে লিখালিখি করতেন পাঠক নন্দিত এই ব্লগার।

অষ্ট্রেলিয়ার নানা প্রাকৃতিক সৌন্দর্যের উপর ভিত্তি করে লিখা তার বেশ কয়েকটা ভ্রমন কাহিনী মূলক পোষ্ট পাঠকের অন্তরে ঠাঁই করে নিয়েছিল। ২ বছর ৭ মাসের ব্লগ জীবনে তিনি ৬৫টি পোষ্ট করেছিলেন। ২০১২ সালের ১৩ এপ্রিল রাত ১০:১৫ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। ত্রিনিত্রি: হারিয়ে গিয়েছি, এইতো জরুরী খবর... ট্যাগ লাইন নিয়ে লিখতেন এই জনপ্রিয় ব্লগার। গল্প, কবিতা, ভ্রমন কাহিনী, কমিকস রিভিউ, ফিচার সহ নানা স্বাদের লিখায় সমৃদ্ধ তার ব্লগ বাড়ি।

রিয়েল ডিমোনের সাথে যৌথভাবে কফিশপ গল্প লিখে তিনি বেশ পাঠক সাড়া পেয়েছিলেন। ১ বছর ১০ মাসের ব্লগ জীবনে তিনি ৬০ টি পোষ্ট করেছিলেন। ০৩ রা মার্চ, ২০১২ রাত ১০:৩৬ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। রবিন মিলফোর্ড: আমার অদ্ভূত জগতে স্বাগতম ! ট্যাগ লাইন নিয়ে ব্লগ লিখেন এই ব্লগার। রকমারী লিখায় সমৃদ্ধ তার ব্লগ বাড়ি।

নানা গুরুত্বপূর্ন রহস্য, বিশ্ব বৈচিত্র, ফানি ফটো সহ নানা রকম পোষ্ট করে তিনি জয় করেছেন ব্লগারদের মন। ১ বছর ৫ মাসের ব্লগ জীবনে তিনি ৪১টি পোষ্ট করেছিলেন। ২০১২ সালের ১৯ আগষ্ট সন্ধ্যা ৭:৩৮ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। ছাইরাছ হেলাল: ধ্বনিত আলোয় হোক জীবনের নবনব উন্মেষ ট্যাগ লাইন নিয়ে লিখেন এই কবি ব্লগার। তার ব্লগ ঝুড়ে রয়েছে বেশ কিছু তুমুল পাঠক প্রিয় নান্দনিক কবিতার সম্ভার।

২ বছর ১১ মাসের ব্লগ জীবনে তিনি ২৩টি পোষ্ট করেছিলেন। ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২৭মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। চাটিকিয়াং রুমান: বল বীর- বল উন্নত মম শির, শির নেহারি' আমারি নত-শির ওই শিখর হিমাদ্রির। এই ট্যাগ লাইন নিয়ে লিখেন ব্লগার চাটিকিয়াং রুমান। ইতিহাসের নানা উপজিব্য এবং দেশী সম্পদ ও সংস্কৃতি নিয়ে নানা তথ্যমূলক পোষ্ট দিয়ে তিনি হয়ে উঠেছিলেন অনেক ব্লগারের প্রিয় নাম।

১ বছর ১১ মাসের ব্লগ জীবনে তিনি ৩০ টি পোষ্ট করেছিলেন। মাঝে মাঝে কমেন্ট দেখা গেলেও তিনি ১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১৬ মিনিটের পর থেকে নতুন কোন পোষ্ট দেননি। ত্রাতুল: পুরনো আমিটাই ভাল ছিলাম... ট্যাগ লাইন নিয়ে লিখতেন এই ব্লগার। ইনিও নিখাদ সাহিত্য ঘরানার কবি ব্লগার। অসংখ্য সুখপাঠ্য ও পাঠকপ্রিয় কবিতায় সাজানো তার ব্লগ বাড়ি।

২ বছর ৫মাসের ব্লগ জীবনে তিনি ৮৮ টি পোষ্ট করেছিলেন। ২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৮ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। হুপফূলফরইভার " হুপফূল মানসিক স্বচ্ছতায় বিশ্বাসী.. কিছুটা বাদর কিছুটা নিরিহ কিসিমের! তবে, অনেক বড় স্বপ্ন দেখে এদেশটাকে নিয়ে, যেখানে একদল শিক্ষিত তরুন ঘূণে ধরা রাজনীতিকে সত্যিকারের পরিবর্তণের পথে চালিত করতে নোংরা, হিংস্র সামপ্রদায়িকতামুক্ত, প্রকৃত দেশপ্রেম ফুটিয়ে তুলবে" ট্যাগ লাইনে এমনি দ্যার্থহীন ভাষায় সোনালী স্বদেশের স্বপ্নের কথা লিখে ব্লগিং করতেন এই ব্লগার। সমাজিক নানা বিষয়, সামহয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যেগে পরিচালিত নানা সামাজিক কর্মকান্ডের খবর তার ফিচার ধর্মী লিখায় উঠে আসত। সেই সাথে গল্প, কবিতা, ছড়া, স্মৃতিকথাও লিখতেন তিনি।

২ বছর ৯ মাসের ব্লগ জীবনে তিনি ৪৯ টি পোষ্ট করেছিলেন। ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৩ মিনিটে তিনি এই প্রান্তিকে তার শেষ লিখা পোষ্ট করে চুপ হয়ে যান। এছাড়াও আরো অনেক পাঠক নন্দিত ব্লগার গত বছরের কোন এক সময়ে এসে লিখালিখিতে ইতি টেনেছেন। জানিনা কোন কারণে এসব ব্লগার চুপ হয়ে গেছেন। তবে কারণ যাই থাকুক না কেন তাদের অনুপস্থিতি সামুর সব শ্রেনীর পাঠক কে কষ্ট দেয়।

আমি সহ অনেক ব্লগার তাদের লিখালিখি ভীষন মিস করে। আমি আশা করি আমার এসব প্রিয় ব্লগার আনালাকি থারটিন কে মিথ্যে প্রমানীত করে তাদের লিখালিখির সমৃদ্ধ সম্ভার নিয়ে আবার সামুতে ফিরে আসবেন । রকমারী সৃজনশীল লিখায় আবারো ভরে উঠবে প্রিয় সামু প্রাঙ্গন। প্রিয় ব্লগারদের ফিরে আসা এবং নতুনদের উৎকর্ষতায় সামুর পালে লাগুক মঙ্গলের হাওয়া.... শুভ ২০১৩ সাল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.