আমাদের কথা খুঁজে নিন

   

পাঁজর জুড়ে তুই!

সময় গেলে সাধন হবে না...,,
তোকে যত দূরেই ঠেলি আমি যত দূরেই পালাই আমার হারিয়ে যাওয়া মেঘ তোর আকাশেই পেল ঠাঁই আমার তুলো মেঘের বাড়ি তোর স্পর্শেই জল! আমায় বললি অবলীলায় আজ আমার সঙ্গে চল! আমার স্বপ্নগুলো নেচে গেল তোরই সঙ্গে উড়ে আমি অবাক হয়ে বুঝি তুই পুরোটা মন জুড়ে! তোর একলা শূন্য রাত আমার বিষাদমাখা ভোর যে সুখটুকুতে হাসি তার সবটাই আজ তোর তোকে রাখবো কোথায় ধরে? এই বক্ষ-পাঁজর জুড়ে! যেন পারিস না তুই যেতে এক আলোকবর্ষ দূরে! কবিতা হয়নি। ছড়া ছড়া লাগছে পড়তে। তিড়িং বিড়িং ছড়া শেষ ৪ লাইন ধার করা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।