আলোকের ঝর্ণায় এসো করি স্নাণ ভালবাসি বলেই মায়ের ছেলে মায়ের জন্যে আজো আমি শাহবাগ । উজাড় স্বপ্নের বীজ শ্লোগানের দীপ্ত মহিমায় দামামার ঝঙ্কারে পুলক জাগানিয়া লাকির ছন্দ রুষ্ট শয়তানের প্রাসাদে বজ্র বর্ষণ । কাল কয়লার গায়ে ছাইয়ের আস্তরণ, প্রেতাত্মা অহর্নিশ জপেই যাবে নষ্ট সত্ত্বার মন্ত্র , ভাবছ কেন পথের এখন তো শুরু সকাল হলেই দেখবে লাল সবুজের পতাকায় আর জয় বাংলার প্রকম্পিত ভূমিকম্পে ইবলিশদের আহাজারি । স্তব্দ মৌনতা প্রজ্জলিত শিখা , ভালবাসার অসংখ্য চিঠি শেষ নয় এই তো শুরু বুকের পাঁজর খুলে দেখ ওখানে শাহবাগ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।