তৃতীয় দফার এই অবরোধ শেষ হবে আগামী মঙ্গলবার সকাল ছয়টায়। দাবি মানা না হলে আজ থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার অবরোধের মেয়াদ আরও বাড়তে পারে বলে বিএনপির দায়িত্বশীল একজন নেতা জানিয়েছেন।
ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত করা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি দিয়েছে বিরোধী জোট। একই দাবিতে এর আগে গত ২৬ নভেম্বর থেকে দুই দফায় মোট নয় দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধী দল।
সকাল সাড়ে আটটার দিকে পুরান ঢাকার ইসলামপুরে পুলিশের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে শিবির। এ সময় ঘটনাস্থল থেকে শিবিরের দুইজন কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের পেছনের একটি গলিতে সকাল সাতটার দিকে জামায়াতের ১০-১২ জন কর্মী ব্যানার নিয়ে মিছিল বের করে। তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশ বাধা দেয়। তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণে ঘটায়। ঘটনাস্থলকে থেকে জামায়াতের চার কর্মীকে আটক করে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।