আমাদের কথা খুঁজে নিন

   

হাওলাদারের বাড়িতে জিএম কাদের, চুন্নু

শনিবার দুপুরে হাওলাদারের গুলশানের বাড়িতে প্রথমে ঢোকেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাই কাদের। তার পৌনে এক ঘণ্টা পর বেলা ৩টার দিকে ঢুকতে দেখা যায় চুন্নুকে।
নির্বাচনকালীন সরকারের মন্ত্রী জি এম কাদের জাতীয় পতাকাসহ গাড়িতেই ওই বাড়িতে যান। রুহুল আমিন মন্ত্রী ও চুন্নু প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার পর দলটির মধ্যে মতবিরোধ চলছে বলে সংবাদ মাধ্যমের খবর।

এর মধ্যে এরশাদের পদত্যাগের গুঞ্জনও ছড়ায়।
রুহুল আমিনকে সকালে দলের চেয়ারম্যান এরশাদের বাড়িতে দেখা গিয়েছিল। তিনি বাড়ি ফেরার পর দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী তার বাড়িতে ঢোকেন।
তারা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এরশাদ পদত্যাগ করতে বললেও কয়েকজন পদত্যাগপত্র জমা দেননি বলে খবর প্রকাশ হয়েছে।


পদত্যাগের খবর অস্বীকার করলেও সবার পদত্যাগপত্র না পাওয়ার খবরের বিষয়ে সরাসরি কিছু সাংবাদিকদের বলেননি এরশাদ।
তিনি দুপুরে তার বারিধারার বাড়িতে সাংবাদিকদের বলেন, “পদত্যাগপত্র করুক, আর না করুক, সব দল অংশ না নিলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। ”
জাতীয় পার্টির মন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিতে গেছেন বলেও জানান তিনি।
এর ঘণ্টাখানেকের মধ্যে হাওলাদারের বাড়ির সামনে চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে বলেন, তিনি এখনো পদত্যাগপত্র দেননি।
“আজ তো বন্ধ (প্রধানমন্ত্রীর কার্যালয়) হয়ে গেছে।

দেখি কাল দেবো। ”
অন্যরা জমা দিচ্ছেন কি না- জানতে চাইলে চুন্নু বলেন, “আমি শুধু আমার খবর জানি। অন্যদের খবর আমার কাছে নেই। ”
নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের মধ্যে বাকি দুজন হলেন আনিসুল ইসলাম মাহমুদ ও সালমা ইসলাম।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।