আমাদের কথা খুঁজে নিন

   

হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবে দুদক

'অবৈধভাবে' জমি দখল ও 'অবৈধ সম্পদ' অর্জনের অভিযোগ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এই অভিযোগটি আমলে নিয়ে যাচাই বাছাই করার নির্দেশ দিয়েছিলেন।

দুদক সূত্রে জানা যায়, একটি বেরসরকারি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদারের প্রতিষ্ঠান কেআর ফ্যাশন পটুয়াখালীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে কয়েক একর জমি দখল করেছেন। তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।

সূত্র আরও জানায়, বিষয়টি ২ এপ্রিল দুদকের চেয়ারম্যান বরাবর পাঠালে তিনি আজ যাচাই বাছাইয়ের নির্দেশ দেন। যাচাই বাছাই শেষে অনুসন্ধানের জন্য অভিযোগটি প্রতীয়মান হলে শিগগির অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।