আমাদের কথা খুঁজে নিন

   

হাওলাদারের সুর বদল

১৬ ঘন্টা আগে বৃহস্পতিবার গভীর রাতে হওয়ালাদার সাংবাদিকদের বলেছিলেন, এরশাদ সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হলেই বাসায় ফিরবেন।
তবে শুক্রবার বিকেলে এরশাদের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলায় তাকে (এরশাদ) সম্মিলিত সামরিক হাসপাতালে যেতে হয়েছে। এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ”
“যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচনকে কেন্দ্র করে ধুম্রজাল সৃষ্টি হয়েছে,” মন্তব্য করেন হাওলাদার।


নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর আওয়ামী লীগের সঙ্গে টানাপড়েনের মধ্যে বৃহস্পতিবার রাতে র‌্যাবের পাহারায় জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদকে হাসপাতালে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ওই রাতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দলের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে রাত ২টায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ফিরে রুহুল আমিন হাওয়ালাদার এরশাদের গ্রেপ্তারের বিষয় অস্বীকার করে বলেন, “তাকে আটক করা হয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয়নি। ”
শুক্রবার দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির নেতাদের অভ্যন্তরীণ কোন্দাল নিয়ে গণমাধ্যমে খবর আসতে থাকে।
এরইমধ্যে সকালে রুহুল আমিন হাওলাদারের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।


তিনি জানান, এইচ এম এরশাদ ‘সুস্থ আছেন এবং তিনি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে।
এরপর শুক্রবার পটুয়াখালী ৩ আসনে নিজের প্রার্থীতার মনোনয়ন বাতিলের আবেদন পাঠিয়েছেন বলে বনানীর কার‌্যালয়ে সাংবাদিকদের জানান হাওলাদার।
রওশন এরশাদকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন কী না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এরশাদ জীবিত থাকতে জাতীয় পার্টির প্রধান হিসেবে অন্য কাউকে বিকল্প ভাবার সুযোগ নেই। ”
এরশাদ হাসপাতালে থাকায় এখন পার্টির নেতৃত্ব দেবেন কে- জানতে চাওয়া হলে জাপা মহাসচিব বলেন, “অনেক কথা আসবে, কিন্তু আমি দৃঢ়তার সাথে বলতে চাই, এরশাদের নেতৃত্বেই আমরা সামনে এগিয়ে যাবো। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।