কুমিল্লার মুরাদনগরে অপহরণের ৫দিন পর ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় এলাকার একটি বালুর মাঠে ওই ব্যবসায়ীর লাশ পরিবারের সদস্যরা সনাক্ত করে। পুলিশ ও স্থানীয়রা ওই ব্যবসায়ীর শরীরের পুরো অংশ খুঁজে পেলেও তার মস্তকের হদিস পায়নি।
স্থানীয় সূত্র জানা যায়, গত ২ ডিসেম্বর কোম্পানীগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী মেসার্স মা বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী মোঃ ফারুক হোসেন (২৫) নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পর দিন তার বাবা মোস্তফা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় নিহতের চাচা হাজী কামাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মুরাদনগর থানার পরিদর্শক(তদন্ত) স্বজল কুমার কানু জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, লাশ ময়নাতদনে্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, খুনের আলামত নষ্ট করতেই ঘাতকরা মস্তক বিচ্ছিন্ন করেছে। মস্তক উদ্ধার এবং খুনীদের চিহিৃত করে তাদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।