আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে হামলা

মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসিএ বাজার এলাকায় ব্যবসায়ী শামসুল আলমের বাড়িতে এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর মডেল থানার ওসি আমির হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে ওই বাড়ির মালিক শামসুল আলম  ও তার স্বজনদের বিরুদ্ধে স্থানীয় রফিকুল ইসলাম মোড়ল বাদী হয়ে সোমবার একটি মামলা দায়ের করেন।
“ওই মামলায় শামসুল আলমের বাড়ির পুরুষরা আত্মগোপনে রয়েছে। এ সুযোগে দুর্বৃত্তরা হামলা চালায়। ”
লুটপাটে বাধা দেয়ায় ওই বাড়ির এক নারীকে (৪০) কুপিয়ে মারাত্মক আহত করেছে।

 রুবিয়া বেগম নামের ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুবিয়ার মেয়ে আঁখি আক্তার বলেন, ঘটনার সময় অর্ধশতাধিক দুর্বৃত্ত দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে দরজা ভেঙ্গে ঘরে হামলা চালায়।
“বাড়ির প্রত্যেকটি ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ ও ভাংচুর করেছে তারা। এ সময় কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। ”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.