আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় সন্নিকটে: সালাহউদ্দিন

বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের সম্মেলন হলেও হতে পারে, কিন্তু জাতীয় সংসদের নির্বাচন হতে পারে না। এই সত্য আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত।’ অজ্ঞাতস্থানে থাকা সালাহউদ্দিন আহমেদ আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, জনতার বিজয় সন্নিকটে। অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা আইন জারি করে আরেকবারের জন্য এই সংসদকে বিনা ভোটে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিতে পারেন। তাতে অন্তত রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে না।

বিবৃতিতে দাবি করা হয়, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশে ১৮ দলের ২১৭ জনের বেশি নেতা-কর্মী আহত, ১০০ জনের বেশি গুলিবিদ্ধ, ৩২৬ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.