আমাদের কথা খুঁজে নিন

   

মুন্সীগঞ্জে তিন লঞ্চ বাসে আগুন, পুড়ল ঘুমন্

অবরোধের নামে রাজনৈতিক কর্মসূচিতে নিরীহ মানুষের ওপর হামলা ও বোমা নিক্ষেপের ঘটনা থামছেই না। এবার অবরোধ কর্মসূচিতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে পার্কিং করা ৪টি লঞ্চ ও ৪টি বাসে আগুন ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসে ঘুমন্ত হেলপার আলমগীর (২৩) দগ্ধ হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে রাজধানীতে কেটেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের তৃতীয় দফা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন। নগরীর বিভিন্ন এলাকায় ঘটেছে ককটেল বিস্ফোরণ, সড়ক-রেললাইনে আগুন, গাড়ি ভাঙচুর এবং পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। নগরীর বিভিন্ন এলাকা থেকে এসব ঘটনায় অন্তত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত এদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগের যে কোনো সময়ে বিরোধী দলের ডাকা হরতাল এবং অবরোধে রাজধানীর রাজপথে যানবাহনের সংখ্যা ছিল অনেক কম। এতে সীমাহীন দুর্ভোগের শিকার হন পথচারী-যাত্রীরা। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ট্রেন ও লঞ্চ চলাচল করলেও বিপর্যয় ঘটেছে শিডিউলে।

ভোর সাড়ে ৬টার দিকে নয়াবাজার এলাকায় কয়েকজন যুবক গলি থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকা ৩টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য তারা ৩/৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা নির্বিঘ্নে পালিয়ে যায়। একই সময়ে মগবাজারের নয়াটোলায় জামায়াত-শিবির একটি ঝটিকা মিছিল বের করে রাস্তায় টায়ারে আগুন জ্বালায়। সকাল পৌনে ৭টার দিকে তেজগাঁওর রেললাইনে আগুন জ্বালিয়ে রেল অবরোধের চেষ্টা করে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। সকাল ৭টার দিকে জামায়াত-শিবির রামপুরায় ঝটিকা মিছিল বের করে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের ওপর চড়াও হয় জামায়াত-শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপসহ ১৫ রাউন্ড ফাঁকা গুলি করলে পিছু হটে তারা। প্রায় একই সময়ে বনশ্রী এলাকায় জামায়াত অপর একটি মিছিল বের করার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারটি ককটেল ও ব্যানারসহ আতাউর রহমান, তোফাজ্জেল হোসেন, ফজলুর রহমান ও জিএম তসলিম নামের চার জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ সিন্ধু বালা।

সকাল সোয়া ৭টার দিকে গাবতলী বাস টার্মিনালে বিস্ফোরণের প্রস্তুতির সময় ৪টি ককটেলসহ রাসেল হোসেন (২৭) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। সকালে খিলগাঁওয়ের সিপাইবাগে রাস্তায় আগুন ধরিয়ে সড়ক অবরোধ কমর তারা। ঘটনাস্থলে পুলিশ পেঁৗছলে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় শিবির কর্মীরা। সকাল সাড়ে ৭টায় তেজগাঁওর সাতরাস্তার মোড় এলাকায় ছাত্রদলের মিছিল থেকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সকাল পৌনে ৮টার দিকে ভাসানটেক মোড়ে অবরোধকারীরা যাত্রীবাহী একটি বাসসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। একই সময়ে সায়েদাবাদের ধলপুরে কয়েকজন শিবির কর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিবির কর্মীকে আটক করে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

সকাল ৮টার দিকে ইসলামপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি মিছিল বের করে শিবির। মিছিল থেকে একটি পিকআপ ভ্যান ও দুটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে চাইলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। সকাল সোয়া ৮টার দিকে আজিমপুর ছাপড়া মসজিদ কাঁচাবাজার এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে শামীম নামে একজনকে ধরে ফেলে। তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আহত শামীমকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেলা ১১টার দিকে মালিবাগে পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছেন পথচারী এনজিও কর্মকর্তা আবদুল মাজেদ (৪৫) এবং তার ছেলে মাহির আহমেদ (৬)। প্রত্যক্ষদর্শী জানান, চৌধুরীপাড়া এলাকায় অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে পথচারী মাজেদ ও তার ছেলে মাহির গুলিবিদ্ধ হন।

এদিকে চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ও সীতাকুণ্ডে অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধকারীরা। রংপুরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ শিশু শিক্ষার্থীসহ আহত হয়েছে নয়জন। যশোরে বিজিবির সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। মোহনগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল লাইন উপড়ে ফেলা হয়। গাজীপুরে পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। নওগাঁয় কাফনের কাপড় পরে মহাসড়ক অবরোধ করার দায়ে জামায়াত কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সড়কে গাছ ফেলে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

মুন্সীগঞ্জ : মাওয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে গ্রেট বিক্রমপুর পরিবহন নামে একটি বাসে ঘুমিয়ে ছিল হেলপার আলমগীর। শনিবার রাত আড়াইটার দিকে আগুন দেওয়ার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সময়ে মাওয়া লঞ্চঘাটে নোঙর করা এমভি রাজিব-২ ও এমভি মাসুম লঞ্চে আগুন দেওয়ায় লঞ্চ দুটির পর্দা পুড়ে যায় এ ছাড়া এমভি সজল-১, এমভি হালিম লঞ্চ ভাঙচুর করে অবরোধকারীরা। তবে দ্রুত স্থানীয়রা আগুন দেওয়া লঞ্চ দুটির আগুন নিভিয়ে ফেলার কারণে তেমন ক্ষতি হয়নি। এ দিকে রাত সোয়া ৩টায় মাওয়া পেট্রল পাম্পে পার্কিং করা গাংচিল পরিবহনের একটি ও গ্রেট বিক্রমপুরের ৩টি বাসে আগুন দেয়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় বাস ৪টি। তবে অপর ৩টি বাসে কেউ ছিল না। ওসি জানান, কাউকে এখনো গ্রেফতার করা যায়নি।

চট্টগ্রাম : নগরীতে বিচ্ছিন্ন ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও সীতাকুণ্ডে অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় পুলিশ তিন শিবির কর্মীসহ চারজনকে আটক করেছে। নগরীর এ কে খান মোড় এলাকায় অবরোধের সমর্থনে একটি মিছিল থেকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় আলমাস মোড়ে পুলিশি বাধার সম্মুখীন হন।

রংপুর : নগরীর সাতমাথায় দুপুরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৬ শিশু শিক্ষার্থীসহ আহত হয়েছে নয়জন। এ সময় পুলিশ মাসুদ ও মিলন নামে দুই যুবককে আটক করেছে।

বরিশাল : নগরীর পৃথক ৩টি স্থানে ঝটিকা মিছিল এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছে বিএনপি-জামায়াত। এদিকে বিএনপির ওয়ার্ড পর্যায়ের চার কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

যশোর : অবরোধকারীদের অভিযোগ, বিনা উসকানিতে বিজিবি সদস্যরা তাদের ওপর গুলি চালায় ও লাঠিপেটা করে। ঘটনার পর ১৮ দলের শত শত নেতা-কর্মী রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানায়। তবে যশোর ২৬ বিজিবির সিও কর্নেল মতিউর রহমান জানান, বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডার ব্রিগেডিয়াল জেনারেল শামসুর রহমান খুলনা থেকে যশোর আসছিলেন। বিকাল সাড়ে ৩টার দিকে রূপদিয়ায় অবরোধকারীরা তার গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় বিজিবি সদস্যরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।

নেত্রকোনা : শুক্রবার মধ্য রাতে নেত্রকোনা-মোহনগঞ্জ রুটে সদর উপজেলার বাহিরচাপরা নামক স্থানে দুর্বৃত্তরা রেল লাইনের ফিশপ্লেট এবং ডগ চেইন খুলে লাইন উপড়ে ফেলতে থাকলে লাইন প্রহরী তাজুল ইসলাম ও মোতালিব লাইন খোলার শব্দ টের পেয়ে এগিয়ে আসে। এ সময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাদের দুজনকে ধাওয়া করে। তারা এ বিষয়টি স্টেশন মাস্টার রাফি উদ্দিনকে জানালে তিনি ট্রেনের চালকের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা করে। পরে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। গাজীপুর : জয়দেবপুর থানার এসআই হাফিজুর রহমান শিমুলতলী-শিববাড়ী রাস্তায় তার মোটরসাইকেলটি পার্ক করে পাশের একটি সেলুনে সেভ করার জন্য যান। এ সময় কয়েক যুবক মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই যুবকরা চলে যায়। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনাখালী এলাকায় বিএনপির কর্মী-সমর্থকরা সড়কের গাছ কেটে, টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে। এ সময় অবরোধকারীরা ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাতজন আহত হয়েছে। ভোলা : ভোলা-বরিশাল সড়কের হাওলাদার বাজার এলাকায় বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপির) কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। নওগাঁ : মান্দা উপজেলায় ১৮ দল সকাল থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাটে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ফেরিঘাট বাসস্ট্যান্ড মহাসড়কে শুয়ে পড়ে ব্যতিক্রমধর্মী সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। জামালপুর : গতকাল ভোরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা আ'লীগ অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুপুরে সরিষাবাড়ীর জামতলী মোড়ে আ'লীগ-বিএনপি সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়া এবং উভয় পক্ষে ৭/৮ রাউন্ড গুলির ঘটনা ঘটে। দিনাজপুর : শুক্রবার সন্ধ্যায় হাবিপ্রবির ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়কে কুপিয়ে জখম করেছে শিবির কর্মীরা। দিনাজপুর মেডিকেল কলেজের কর্তব্যরত ডা. রাফি জানান , অরুণের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ী ইটভাটার কাছে টায়ার জ্বালিয়ে গাড়ি ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে জামায়াত-বিএনপির সাতজন আহত হয়। চাঁপাইনবাবগঞ্জ : সকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ম্যাজিস্ট্রেট আল ইমরানের গাড়িতে হামলা চালিয়ে গাড়ির কাচ ভেঙেছে হরতাল ও অবরোধকারীরা। পরে পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেনকে আটক করে। নড়াইল : শুক্রবার রাত ১০টার দিকে নড়াইল পুরাতন বাসটার্মিনাল তেল পাম্পের সামনে লাবিব পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাজধানীতে আজ হরতাল, পাঁচ জেলায় কাল : দলের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ নেতা-কর্মীদের মুক্তি দাবিতে আজ সকাল ৬টা থেকে কাল সোমবার সকাল ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা হরতাল ডেকেছে ঢাকা মহানগর বিএনপি। ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম জানান, শুধু ঢাকা মহানগরেই এই হরতাল কর্মসূচি পালিত হবে। ঢাকা জেলা হরতালের হরতালের আওতামুক্ত থাকবে। তবে অবরোধ চলবে। এক বিবৃতিতে আবদুস সালাম হরতাল সফল করতে নেতা-কর্মীসহ ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গত শুক্রবার ঢাকা মহানগর বিএনপি এই কর্মসূচি ঘোষণা করে। এদিকে নির্দলীয় সরকারের দাবিতে গতকাল ভোর থেকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। তবে অবরোধ ও হরতালে গণমাধ্যমের যানবাহন, অঙ্েিজনে ব্যবহৃত গাড়ি, খাবার দোকান, ঔষধে ব্যবহৃত যানবাহন আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বিএনপি।

এদিকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন আজ, কাল ও পরশু সিলেটে, আজ ও কাল বগুড়ায়, কাল রংপুর কুমিল্লা ও খুলনায়, আজ শরীয়তপুর, আজ সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, নড়াইল, খাগড়াছড়ি ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপিসহ ১৮ দলীয় জোট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.