শনিবার ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বিজেএমসিকে ‘বিতর্কিত’ পেনাল্টি দেয়ার কারণে মুক্তিযোদ্ধা ক্ষুব্ধ।
দলটির ব্যবস্থাপক আব্দুস সাত্তার বলেন, “রেফারির ন্যক্কারজনক, পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তটা ছিল অমার্জনীয়। পেনাল্টির সিদ্ধান্তটা ছিল পুরোপুরি ভুল। ঐ সিদ্ধান্তের কারণে আমরা হারতেও পারতাম। ভাগ্য ভালো যে টাইব্রেকারে জিতেছি।
”
“এমন একটা ভুলের জন্য রেফারির শাস্তি হওয়া উচিৎ। এ ধরণের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারি দেয়া ঠিক নয়। ”
এ প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেন, “আমি পুরো ম্যাচ মাঠে বসে দেখেছি। তারপরও পেনাল্টির সিদ্ধান্তটার ভিডিও ফুটেজ আমরা আবার দেখবো। বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে যে সব খবর এসেছে সেগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।
”
“এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে রেফারিদের আরও দায়িত্ববান হওয়া উচিৎ। একটা ভুল সিদ্ধান্তের কারণে কোনো দল যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখে রেফারিদের বাঁশি বাজানো উচিৎ। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।