আমাদের কথা খুঁজে নিন

   

রেফারির শাস্তি দাবি মুক্তিযোদ্ধার



শনিবার ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বিজেএমসিকে ‘বিতর্কিত’ পেনাল্টি দেয়ার কারণে মুক্তিযোদ্ধা ক্ষুব্ধ। দলটির ব্যবস্থাপক আব্দুস সাত্তার বলেন, “রেফারির ন্যক্কারজনক, পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তটা ছিল অমার্জনীয়। পেনাল্টির সিদ্ধান্তটা ছিল পুরোপুরি ভুল। ঐ সিদ্ধান্তের কারণে আমরা হারতেও পারতাম। ভাগ্য ভালো যে টাইব্রেকারে জিতেছি।

” “এমন একটা ভুলের জন্য রেফারির শাস্তি হওয়া উচিৎ। এ ধরণের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারি দেয়া ঠিক নয়। ” এ প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেন, “আমি পুরো ম্যাচ মাঠে বসে দেখেছি। তারপরও পেনাল্টির সিদ্ধান্তটার ভিডিও ফুটেজ আমরা আবার দেখবো। বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে যে সব খবর এসেছে সেগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।

” “এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে রেফারিদের আরও দায়িত্ববান হওয়া উচিৎ। একটা ভুল সিদ্ধান্তের কারণে কোনো দল যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখে রেফারিদের বাঁশি বাজানো উচিৎ। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.