আজকে রেফারি দুইটা মারাত্মক ভুল করলেন
১. ফ্যাবিয়ানোর হ্যান্ডবল মার্ক না করা। আমি ব্রাজিলের সাপোর্টার হয়ে এর নিন্দা জানাচ্ছি। এখানে ঈশ্বরের হাত টাত বলে কিছু নেই। চুরি চামারিতে ঈশ্বরের হাত নিয়ে আসার মধ্যে কোন ক্রেডিট নেই
২. অন্যায়ভাবে কাকাকে লালকার্ড দেখিয়েছেন।
তবে সবচাইতে ভাল লেগেছে তখনই:
যেই মুহুর্তে কাকা নিরপরাধ হয়েও লাল কার্ড খেলেন আর
তারপর কাকা যে অসাধারণ হাসিটুকু দিয়ে মাঠ থেকে বের হয়ে গেলেন
সে হাসির চাইতে ভাল প্রতিবাদ আর কি হতে পারে?
ওয়েটিং ফর ইউর গ্রেট কামব্যাক কাকা ইউ আর দ্য ম্যান হু ব্রিনগ্ দিস ম্যাচ ফর ব্রাজিল
আর
আইভরি কোস্ট কাকাকে সফলতার সাথে কাকা এবং এলানোকে লাল কার্ড দেখানোই সমূহ বিপদে পড়তে যাচ্ছে তারা নিজেরাই। কাকা এলানো ছাড়া ব্রাজিল পর্তুগালের সাথে যদি ফাইট করতে না পেরে হেরে যায় তাহলে আইভরি কোস্ট টুর্ণামেন্ট থেকে নিশ্চিত বিদায়। (ধরেই নিলাম দুই দলই কোরিয়ার সাথে জিতবে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।