ইংলিশ প্রিমিয়ার লিগে পালাবদল চলছেই। শীর্ষস্থান আর্সেনালের দখলে থাকলেও দ্বিতীয় স্থান নিয়ে লিভারপুল-চেলসির নিয়মিত যুদ্ধ শুরু হয়ে গেছে। গত শনিবার লিভারপুল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েস্টহ্যামকে। একইদিনে মরিনহোর চেলসি ৩-২ গোলে হেরে গেছে স্টোক সিটির কাছে। এ জয়-পরাজয়ের পরও পয়েন্ট তালিকায় দুই দলই ১৫ ম্যাচ খেলে অর্জন করেছে ৩০ পয়েন্ট করে।
তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল। এদিকে লিগে জয় পেয়েছে টটেনহ্যাম। তারা ২-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। তবে ১-১ গোলে সাউদ্যাম্পটনের সঙ্গে ড্র করেছে ম্যানসিটি। লিগে ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানসিটি।
টটেনহ্যাম সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ষষ্ঠ স্থানে। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট অর্জন করেছে এভারটন। ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে কারা থাকছে, এখনো তার কোনো নিশ্চয়তা নেই। এমনকি নয় নম্বর থেকে শীর্ষ চারে উঠে আসতে পারে ম্যানইউ! স্টোকসিটির কাছে পরাজয়ের পর মরিনহো স্বীকার করলেন, চেলসি বিপদে আছে। এই নিয়ে মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেই তৃতীয় পরাজয়ের মুখে পড়ল মরিনহোর চেলসি।
চ্যাম্পিয়ন্স লিগে কিছুদিন আগেও তারা হেরেছে সুইস ক্লাব ব্যাসেলের কাছে। তবে মরিনহোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলের আত্দবিশ্বাস ধরে রাখা। চেলসির আত্দবিশ্বাস এখন তলানিতেই ঠেকেছে। একদিকে ইনজুরি, অন্যদিকে তারকার অভাবে চেলসি অনেক ধুঁকতে ধুঁকতেই চলছে ইংলিশ প্রিমিয়ার লিগে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।