আমাদের কথা খুঁজে নিন

   

একটি অতি গুরুত্বপূর্ণ (?) ঈদ জরিপ

মুক্ত মন, মুক্ত িচন্তা, মুক্ত মতামত

ঈদ করতে গ্রামের বাড়ী আসার কারনে দুই দিন ব্লগ থেকে বিচ্ছিন্ন ছিলাম। খুব মিস করছিলাম ব্লগ এবং প্রিয় ব্লগারদের (নেটে ১/২ দিন বিচ্ছিন্ন থাকলে বুঝা যায় ব্লগ আমাদের কত আপন)। ব্লগে অনুপস্থিতির কারনে আমার ধারাবাহিক আত্মজীবনী একজন সাবেক শিবিরের (বর্তমানে জামাতী) আত্মকাহিনী লিখায়ও ছেদ পড়েছে। এ সুযোগে দেখি আমার শ্রদ্ধেয় জামাতী ছাগু ভাই ১৭ নং মিথ্যাচার দিয়ে দিয়েছে। ধন্যবাদ হোসেইন ভাই এবং মানুষকে এই মিথ্যাবাদীর মুখোশ খুলে দেয়ার প্রণান্তকর চেষ্টার জন্য । আজ পবিত্র ঈদের দিনে কোন সিরিয়াস কথা নয় কিংবা নয় কোন বিদ্বেষ। আসুন সবাই মিলে একটা সাধারণ জরিপে অংশগ্রহণ করি। কার কিসে এলার্জি : প্রথমেই আমারটা বলে নিই। আমার এলার্জি : সাপ, পুলিশ, রাজাকার, জামাত, শিবির বি;দ্র: সবাইকে দেরীতে হলেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.