আমাদের কথা খুঁজে নিন

   

একটি গুরুত্বপূর্ণ পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

প্রায়শই আমাকে অভিযোগ শুনতে হয় ,( ইয়াহু, এম এস এন , গুগুল টকে) ডাক্তার হয়ে কেন মেডিকেল পুস্ট/লিখা দেই না । যদিও জি আর ই নিয়ে খুব ব্যস্ত আছি , তাও , আজকে একটা দিবো । আমার এক বন্ধু বলেছেন ," যারা মাথার বদলে হাত দিয়ে চিন্তা করেন , তাদের থেকে দূরে থাকতে। " তাই দূরে বসে শিশুরোগ সম্পর্কে আমার প্রাথমিক পর্যায়ের কিছু অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করছি। ১।

আপনারা হয়ত লক্ষ্য করে থাকবেন , মায়ের পেটের ভিতরের পরিবেশ আর বাইরের পরিবেশ একেবারেই আলাদা । মায়ের পেটের ভিতরে রক্ষাকারী থলের অভ্যন্তরে বসে থাকলে যে কোন শিশু ( ছাগল অথবা মানুষ , এনিথিং) থাকে প্রটেক্টেড । কিন্তু যখনই সে জরায়ু পথে ( ক্ষেত্রবিশেষে পায়ু অথবা বায়ুপথে) বাহিরের নোংরা ,ময়লা , বীজাণুময় পৃথিবীতে জন্ম নেয় , তখন তার শিশু বা নিওশিশু জীবনে নেমে আসে বিপদের ঘনঘটা । ২। মাঝে মাঝে জন্মের পরপরই শিশুর পেটে অবস্থিত ই কোলাই ব্যাক্টেরিয়ার সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায় ।

এতে তার পেটে অনেক গ্যাস জন্মায় আর শিশু ব্যথায় চিল্লাপাল্লা করে । তখন যদি কোন সহৃদয় ব্যক্তি শিশুটির পায়ু পথে পানের বোটা অথবা আঙ্গুল দেয় , জমে থাকা গ্যাসের সাথে সবুজ রঙের পায়খানা বেরিয়ে আসে এবং ব্যথার সাময়িক উপশম হয় । রঙটা হালকা সবুজ থেকে কচি পাতার মত হতে পারে । এই ধরনের সবুজ পায়খানা করলে ভয় না পেয়ে শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। ৩।

এই শিশু যখন না বুঝে এটা সেটা মুখে দিয়ে ফেলে তখন দেখা দেয় পেটের গন্ডগোল । কারন এই বয়সে শিশুর হজমী শক্তি থাকে কম । আর এই কারনে দেখা দেয় পাতলা পায়খানা । যেহেতু এই বয়সের শিশুরা দুধ ছাড়া কিছু খায় না , তাই কোনটা স্বাভাবিক পায়খানা আর কোনটা ডায়রিয়া বুঝাটা ডিফিকাল্ট হয়ে পড়ে । খুব খেয়াল করে দেখবেন , সাধারনত পায়খানায় সলিড বস্তুর পরিমান কম ।

তবে ঘন ঘন বের হয় । দুর্গন্ধযুক্ত । ছোট ছোট গোল গোল দানা আকৃতির । দানাগুলোর রঙ হলদে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.