জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪২তম শাহাদাৎ বার্ষিকী আজ মঙ্গলবার। আজও দু:খের দিন কাটছে তার পরিবারের।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাগপাঁচড়া (বর্তমান রুহুল আমিন নগর) গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। নৌ বাহিনীতে কর্মরত অবস্থায় রুহুল আমিন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ১০ ডিসেম্বর শত্রুদের সাথে সম্মুখ যুদ্ধে পাক হানাদার বাহিনীর বোমার আঘাতে শহীদ হন।
মুক্তিযুদ্ধ শুরু হলে ১৯৭১ সালের এপ্রিলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জীবনের ঝুঁকি নিয়ে পিএনএস বখতিয়ার ত্যাগ করে ভারতের ত্রিপুরা সীমান্ত দিয়ে ২নং সেক্টরে যোগদান করেন।
এখানে স্থলযুদ্ধে একাধিকবার তিনি অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেন। পরে যুদ্ধ জাহাজ 'পলাশ'র আর্টিফিসার অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ৯ ডিসেম্বর রাতে কোন বাধা ছাড়াই গানবোর্ট 'পলাশ' হিরণ পয়েন্টে প্রবেশ করে।
১০ ডিসেম্বর খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি পৌঁছলে শত্রু পক্ষের বোমারু বিমান আঘাত হানে। রণতরী 'পলাশ' ত্যাগ করে প্রাণ বাঁচানো সহজ ছিলো।
কিন্তু বীরশ্রেষ্ঠ রুহুল আমিন তা না করে সম্মুখ যুদ্ধ শুরু করেন। বীরের মতো যুদ্ধ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন উৎসর্গ করেন।
২০০৮ সালের প্রথম দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নিজ গ্রামে নির্মাণ করা হয় 'বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যাদুঘর ও গ্রন্থাগার'। বর্তমানে এখানে প্রায় ৪ হাজারের মতো বই রয়েছে ও তার ব্যহারের কিছু জিনিসপত্র। প্রতিদিন ৭০/৮০ জন পর্যটক বীরশ্রেষ্ঠ সর্ম্পকে জানতে এখানে আসেন।
স্বাধীনতার ৪২ বছর পরও মানবেতর জীবন যাপন করছে তার পরিবারের কয়েক সদস্য। বীরশ্রেষ্ঠর ছোট ছেলে শওকত আলী। বাবা বীরশ্রেষ্ঠ হলেও দ্রারিদ্র ও অসুস্থতার সঙ্গে লড়াই করে স্ত্রী ও একমাত্র শিশু কন্যাকে নিয়ে কোন রকম বেঁচে আছেন শওকত। কখনো নান্দিয়া পাড়া বাজারে চায়ের দোকানে, রেস্তোরায় পানি টেনে বা করাত কলে গাছ টেনে কিংবা দিন মজুরি করে জীবিকা নির্বাহ করছেন তিনি।
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।
মুক্তিযোদ্ধাদের পরিবারের মূল্যায়নের মাধ্যমে প্রর্দশিত হবে মুক্তিযোদ্ধাদের প্রতি সত্যকারের সম্মান প্রর্দশন এমনটাই প্রত্যাশা সবার। এ উপলক্ষে সকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থঘার ও স্মৃতি জাদুঘরের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্তদের মাঝে খাওয়ার বিতরনের আয়োজন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের সদস্য সচিব মোঃ সোহেল চৌধুরী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।