ঢাকায় সফররত জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেস তারানকোর ঢাকায় ব্যস্ত সফরের ইতিবাচক ফল পাওয়া যাবে বলে মনে করছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেতুভবনে পদ্মা বহুমুখী সেতুর জাজিরা পয়েন্টের সার্ভিস ২-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসময় তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত এসে অবিরাম বৈঠক করে চলেছেন। আশাকরি একটি ভালো ফল পাওয়া যাবে।
আমরাও ইতিবাচক কিছুর প্রত্যাশায়।
তিনি আরও বলেন, সরকারি দল নির্বাচনী কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে। নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই। তফসিল থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত আমরা নিইনি।
জাতীয় পার্টি এবং এর চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, এরশাদ এবং তার দল নির্বাচনে অংশ নিবে কিনা এটা তাদের ব্যাপার।
তাকে নিয়ে টানা হ্যাচড়া করা দেশের জন্য হাস্যকর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।