তোমাদের ভেতর দিয়েই তো সর্বকাল চলে গেছে আমার পথ// এবং সর্বকাল আমি দাঁড়িয়েছি আমি আবার নিয়েছি পথ। "স্রষ্টা আমাকে ভালোবাসার অপরিসীম ক্ষমতা দিয়েছেন। কিন্তু, সেই ভালোবাসা প্রকাশ করার ক্ষমতা তেমনভাবে দেন নি। আমি যাদেরকে তীব্রভাবে ভালোবাসি; দুঃখের ব্যাপার হলো, তাদেরকে সেটা সেরকম তীব্রভাবে বোঝাতে পারি না। এটা আমার একটা বড় সীমাবদ্ধতা।
তোকে যখন আমি কোলে নিলাম, তোর স্বর্গীয় মুখটা যখন দেখলাম, কী প্রচণ্ড আনন্দের একটা অনুভূতিতে যে আমার মনটা ভরে উঠলো, সেটা আমার আশেপাশে থাকা মানুষগুলো কিন্তু বুঝতে পারেনি! তুই কী বুঝেছিস?
আমি আমার সীমাবদ্ধতার সকল বাঁধা ভেঙ্গে তোকে ভালবাসবো। আর কেউ না বুঝুক; অন্তত তুই যেন বুঝতে পারিস, তোর এই মামা তোকে কতটা ভালোবাসে।
স্রষ্টার কাছে তোর আনন্দ আর খুশীতে ভরা সুস্থ ও দীর্ঘ জীবনের প্রার্থনা রইল। বাবা-মা আর কাছের সকলের আদর আর ভালোবাসায় বেড়ে ওঠ তুই। আর এই মামাটার ভালোবাসা তো তোর জন্য আছেই!"
- (ওপরের লেখাটি ৫ই জানুয়ারি, ২০১৩ রাতে জন্ম নেয়া আমার আদরের ভাগনির উদ্দেশ্যে।
) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।