উয়েফা জানিয়েছে বুধবার রাতে আবার হবে গুরুত্বপূর্ণ ওই ম্যাচটি।
৩২ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করার সময় গোল পায়নি কোনো দলই। দাগগুলো থেকে বরফ সরানোর জন্য রেফারি দুই দলের খেলোয়াড়দের মাঠ ছাড়তে বলেন। কিন্তু অতিরিক্ত তুষারপাতের কারণে দুই দলের অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করে রেফারি ২০ মিনিট পর ম্যাচটি আর না চালানোর সিদ্ধান্ত দেন।
ম্যাচটি ড্র করলেই নক-আউট পর্বে উঠে যাবে জুভেন্টাস।
কিন্তু তা নিশ্চিত করতে তুরস্কের গালাতাসারাইয়ের চাই জয়।
গ্রুপের অন্য ম্যাচে এফসি কোপেনহেগেনকে সহজেই হারানোর পথে রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
মঙ্গলবার নিজেদের মাঠে ডেনমার্কের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। এর মধ্যে একটি গোল করে গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন রোনালদো। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ খেলা এই পর্তুগিত তারকার গোল মোট নয়টি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।