আমাদের কথা খুঁজে নিন

   

তুষারপাতে অবরুব্ধ মধ্যপ্রাচ্য

আচমকা তুষারপাতে অবরুদ্ধ হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য। জেরুজালেম, জর্ডান ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশি কিছু অঞ্চল জুড়ে চলছে তুষারঝড়। রাস্তায় আটকে পড়া গাড়ির সারি।
 
প্রাচীন শহর জেরুজালেমের রাস্তাঘাট বন্ধ হয়ে পড়েছে প্রায় ৫০ সেন্টিমিটার পুরু বরফে। প্রায় স্তব্ধ জনজীবন।

স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। জেরুজালেমে ঢোকার সবকটি রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারে নেমেছে ইজরায়েলি সেনা।
 
তুষারপাত হয়েছে বেথলেহেমেও। বরফের চাদরে ঢাকা পড়েছে বাড়িঘর।

তুষারপাতের হাত থেকে রেহাই পায়নি জর্ডানও। প্রায় ১৫ সেন্টিমিটার বরফে ঢাকা পড়েছে রাজধানী আম্মান। বরফ সরিয়ে রাস্তা খোলা রাখার আপ্রাণ চেষ্টা করছে প্রশাসন। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলবে জানিয়েছে আবহাওয়া দফতর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।