ভারি তুষারপাতের কারণে দক্ষিণ কোরিয়ার একটি রিসোর্টে ভবন ধসে কমপক্ষে ৯ জন নিহত ও ১৭ জন গুরুতর হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিভেনজুতে এই দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও কয়েকজন। নিহতদের মধ্যে ৭ জনই শিক্ষার্থী বলে জানা গেছে।
আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভারি তুষারপাতের ফলে একটি অডিটোরিয়ামের অংশবিশেষ ধসে পড়ে। এতে কমপক্ষে ৮০ জন মানুষ আহত হয়েছেন। বুশান শহরের একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান চলাকালে ভবনটির একটি অংশ ধসে পড়ে।
ভবনটির ছাদে ভারি তুষার জমার কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।