তীব্র তুষারঝড়ে ঢাকা পড়েছে টোকিও শহর। ব্যাহত হচ্ছে শহরের নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে, তুষারপাত আরো বাড়তে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ বছরের মধ্যে এই প্রথম এমন সতর্কতা জারি করা হয়েছে।
তুষারঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, রাস্তাঘাট বন্ধ, কিছু কিছু জায়গায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, তুষারপাতে প্রায় ৪৩ জন আহত হয়েছে। শনিবার সকালে টোকিও শহরে ১.৬ ইঞ্চি পুরু তুষারপাত রেকর্ড করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।