বাধা মানিনা
একেই বলে ক্রান্তিলগ্ন। কনডেম সেল থেকে ফাঁসির মঞ্চের দূরত্ব বড়জোর একশ ফুট-এইটুকু দূরত্ব অতিক্রম করার সাহস, শক্তি, যোগ্যতা এই রাষ্ট্র অর্জন করতে সক্ষম হয়েছে কী না তার পরীক্ষা এখন।
ভেসে আসা বাতাসে পোড়া পোড়া গন্ধ। কাদের মোল্লার স্ত্রী ভি চিহ্ন দেখান সময়ের আগেই, আইন ও আদালতের উপর 'পূর্ণ আস্থা' প্রকাশ করে ব্যারিস্টার রাজ্জাকের স্মিত হাসি, মৃত্যুদন্ডবিরোধী মানবাধিকারীরা মাতম দিয়ে কাঁদছে, ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানী বংশোদ্ভুত সাইয়েদা ওয়ারসি উড়ে আসছেন বাংলাদেশে-
এখন সময় ঐক্যবদ্ধ থাকার। সমস্ত শক্তি ও সাহসকে কেন্দ্রীভূত করে রাষ্ট্রের পাশে দাঁড়াবার। সচেনতন হোন, সক্রিয় হোন। কনডেম সেল থেকে ফাঁসির মঞ্চের দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতেই হবে। আমরা যেন একটি পরাজিত প্রজন্ম হিসেবে ইতিহাসে চিহ্নিত না হই...
কার্টেসি: আরিফ জেবতিক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।