ভালো আছি
রায় পছন্দ না হলেও কোনো পক্ষেরই তা প্রত্যাখ্যান করার সুযোগ নেই। রায় প্রত্যাখ্যান করা আদালত অবমাননার শামিল। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার আগে গত ১৮ জুলাই বুধবার মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান এসব কথা বলেন ।
তখন ঠিক এই কারণে জামায়াতের কয়েকজন নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়…অথচ গতকাল একই ভাবে শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, 'গণজাগরণ মঞ্চ এই স্থগিতাদেশ প্রত্যাখ্যান করছে। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব।
'
এবার দেখা যাবে, এই আদালত অথবা ট্রাইব্যুনাল আসলেই স্বচ্ছ ও নিরপেক্ষ কি না । এর আগে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দেয়া হলে শাহবাগের সুরে সুর মিলিয়ে সরকার পক্ষ তাতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন । সেই বিচারপতিকে অব্যহতি পর্যন্ত দেয়া হয়েছে ।
তাহলে হলো কি ? বিরোধীদল ও জামায়াত বরাবরই বলে এসেছে, ট্রাইব্যুনাল নিরপেক্ষ নয়, স্বচ্ছ নয় । সরকার পক্ষও বললো তখন ন্যায়বিচার হয় নি ।
তাহলে সেই বিচার প্রক্রিয়া কী করে বিশুদ্ধ হয় ?
ক্রমাগত বিভিন্ন শ্রেণীর প্রত্যাখ্যানের মুখে আদালত সেবার ব্যাপক হুমকি দিয়ে ঘোষণা দিলো যে, রায় আপনার পছন্দ হোক বা না হোক, সেটাকে প্রত্যাখ্যান কারা যাবে না । এ সময়ে আসিফ মহিউদ্দিন ব্লগে লিখলো, আমি স্বজ্ঞানে আদালত অবমাননা করলাম । কিচ্ছুই হলো না । এবারও যখন জাতীয় দৈনিকগুলোতে ইমরান সরকারের প্রত্যাখ্যানের ঘোষণার পরও কোর্ট থেকে কোনো প্রতিক্রিয়া আসে নি, তো আমরা কি স্পষ্টভাবেই বুঝে নেবো না যে, এই আদালত আসলে বিশেষ একটি এজেন্ডা বাস্তবায়ন করছে এবং বিশেষ শ্রেণীর লোকজনকে দমন করার জন্য নেমেছে ।
ওয়াইপিডি কি বাংলাদেশে মাফিয়াদের সংগঠন ? ইমরান থেকে শুরু করে শাহবাগের অনেকেই যার সঙ্গে যুক্ত ।
সরকারেরও কি ক্ষমতা নেই তাদেরকে দমানোর ? যেমন এর আগে ইমরান বলেছে, সরকারের চেয়ে শাহবাগ বেশি শক্তিশালী । সরকার যদি কেবল মোল্লাদের পিছনে লেগে থাকে তাহলে সন্দেহ নেই এই গোষ্ঠী তাদেরকে ফোকলা করে ছাড়বে ।
যেমন একচোখা নীতি নিয়ে নেমেছে মিডিয়াগুলো । তেমনি এবার চোখে পড়লো সামুর মতো ব্লগগুলিও । গতকাল গণজাগরণ মঞ্চের বিপক্ষে গেছে বলে আমার ব্লগটা রাত পোহাতে না পোহাতেই মুছে ফেলা হয়েছে ।
কেন ? তারাও কি শাহবাগের পক্ষে নেমে গেছে ? ঘোমটা খুলে নাচতে নেমে গেলো ? অথচ এখনও গুগল সার্চ দিলে আমার ব্লগটির টাইটেল ভেসে ওঠে ।
আমরা যারা কোনো দলমতের ধারধারি না । বিএনপি-জামায়াতের তাণ্ডব সইতে পারি না । বাম-সরকারের নির্বিচারে মানুষ খুনও মানতে পারি না । হেফাজতের তেলানি কিংবা শাহবাগের ভণ্ডামির দেখতে পারি না, তারা নির্ভয়ে কথা বলতে আসি ব্লগে ।
কর্তৃপক্ষ যদি এখানেও একপেশে নীতি চালায়, তাহলে যেন খোলাখুলি ঘোষণা দিয়ে দেয়ে যে, এখানে বাকস্বাধীনতা নিষিদ্ধ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।