আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগীদের ফাসীঁর লালসা, জামাত-শিবিরের ভাংচুর, মিডিয়ার একচোখা নীতি আর আমজনতার করনীয়।



একজন কাদের মোল্লার ফাসীঁর জন্য শাহবাগীদের লালসা পূরুন হল। আর তাতে করে জা-শি সারাদেশে পুলিশের প্রতি তান্ডব চালাচ্ছে। তাতে সাধারন মানুষের নাভিশ্বাসের যোগাড়। জা-শি কে বলছি তোমরা যদি পুলিশকে শত্রু মনে কর তাদের সাথে ঝামেলা কর কিন্তু খবরদার সাধারন মানুষের একটা গাড়ীও ভাঙ্গবে না, তোমাদের দেওয়া আগুনে একটি সাধারন মানুষও যেন না পুড়ে! নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ক্রমশ দেশ অচল হয়ে যাচ্ছে। অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ছে।

অবরোধের কারণে নিত্যপণ্য জিনিসের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। লোভ আর ক্ষমতার রাজনীতির বলী এ দেশ ও জাতি । সোনার বাংলা আজ সংঘাতময় বাংলাদেশ । রক্তপাত , শুধুই রক্তপাত চারদিকে । অর্থনীতি চাকাহীন ।

সাধারন মানুষের হাঁসি - কান্না , সুখ - দুঃখ , স্বাভাবিক আবেগ - অনুভূতি প্রকাশের স্পেস ক্রমশই সংকুচিত হয়ে আসছে । প্রতিদিনই সাধারণ মানুষ মারা যাচ্ছে, পুলিশ বা র‍্যাব আহত হচ্ছেন। তবুও সরকার একদলীয় নির্বাচনে বদ্ধপরিকর। ইতিমধ্যে তাদের ৯৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। যা বিশ্বে রেকর্ড হিসাবে গন্য হয়েছে।

পুনরায় ক্ষমতায় আসার জন্য আওয়ামী লী এবার ক্ষমাতায় এসে শুরু করে প্রশাসনে দলীয় করণ, বিচার বিভাগ দলীয় করণ এমনকি পুলিশের ফিল্ড লেভেল পর্যন্ত দলীয় করণ হয়েছে । ৩২০০০ পুলিশ হিসাবে খাস লীগার নিয়োগ , ২০০০ এস,আই ও নিয়োগ !!! তাইতো ওরা জা-শি হাতে জায়গায় মার খাচ্ছে। আর ওপেন গুলি ছুড়ছে, আর এতে মারা পড়ছে সাধারন মানুষ। ২৫শে নভেম্বর হতে আজ , পর্যন্ত মারা গেছেন ১০২ জন , এর মধ্যে পুলিশের গুলিতে ৭৪ জন । আর কোন সরকারের আমলে পুলিশ এভাবে গুলি বেঁচে নেয় নি ?? কেউ বলতে পারবে ?? আর ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে দেখা যায় মিছিলের পিছন থেকে পুলিশ গুলি করতেছে??? তবুও দলকানা মিডিয়া এই দলের প্রতি একচোখা সাপোর্ট দিয়েই যাচ্ছে।

তাদের কে বয়কট করা দরকার। আম জনতা মিডিয়ার কথায় আপনার জানমাল নষ্ট করবেন না। গ্যাঞ্জাম প্রবন এলাকা এড়িয়ে চলুন। আপনার গাড়ী সেইফ সাইটে রাখুন। একান্ত বাধ্য না হলে এলাকা ছেড়ে বের হবেন না।

মনে রাখবেন আপনার কিছু ক্ষতি হলে আপনার ও আপনার পরিবারকেই এর বোঝা বহন করতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.