আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির উন্নত মম শীর
একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম পুরো মামলা জুড়ে জামাতের আইনজীবীরা এটাই প্রমান করার চেষ্টা করে গেছেন যে
"১৯৭১ সালের ৭ মার্চের পর থেকে যুদ্ধকালে আব্দুল কাদের মোল্লা ঢাকাতেই ছিলেন না।"
Click This Link
তবে মিরপুরে কসাই কাদের নামে একজন কাদের মোল্লা ছিলেন। তিনি পেশায় কসাই ছিলেন এবং মানুষ হত্যায়ও পারদর্শী ছিলেন এটাও তারা স্বীকার করে
Click This Link
ভালো কথা
কিন্তু মজাটা হইল যেই অভিযোগে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যাতে একাত্তরের ২৬ মার্চ মিরপুর ১২ নম্বর সেকশনে হযরত আলী লস্করের স্ত্রী, দুই মেয়ে এবং দুই বছরের এক ছেলেকে হত্যা এবং এক মেয়েকে ধর্ষণের বর্ণনা ছিল।
হযরত আলীর মেয়ে ধর্ষিত মোমেনার জবানবন্দির ভিত্তিতে কাদের মোল্লাকে সর্বোচ্চ সাজা দেয়া হয় তিনি নাকি ভুয়া।
সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে কাদেরার বউ জানান “মোমেনা বেগম আদালতে সাক্ষী দিতেই আসেননি। ক্যামেরা ট্রায়ালের নামে গোপন বিচারে ভুয়া একজন মহিলাকে মোমেনা বেগম সাজিয়ে আদালতে বক্তব্য দেয়ানো হয়েছে।"
Click This Link
মজাটা হইল, শালারা কার জন্য লড়তাসে... কসাই কাদের নাকি মোল্লা কাদের ???
মোল্লা কাদের সেই সময় ঢাকায় ছিলেন না মানলাম।
এখন কি তোরা এটাও বলতে চাস কসাই কাদেরও সেই সময় ঢাকায় ছিলো না ???
ভালোই হইল, কসাই কাদের বিনা পয়সায় ভালো উকিল পাইলো...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।