কুমিল্লার ময়নামতি সেনানিবাসের আবাসিক কোয়ার্টারে চিকিৎসক শেজাদী আপসাকে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর স্বামী লে. কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।গত সোমবার সেনানিবাসের আবাসিক কোয়ার্টার নীলিমা ভবনের (৭৪/৬) তৃতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাট থেকে শেজাদীর লাশ উদ্ধার করা হয়। এজাহারে বলা হয়, নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেজাদী গত ৩০ এপ্রিল কুমিল্লা থেকে একমাত্র ছেলে আহনাফ ইনতেজারকে (১০) সঙ্গে নিয়ে ঢাকায় মায়ের বাসায় চলে যান। আর কোনো নির্যাতন করা হবে না—এমন আশ্বাস পেয়ে শেজাদী ৭ মে ময়নামতি সেনানিবাসের বাসায় ফিরে সআসেন। এরপর ১৩ মে তাঁকে হত্যা করা হয়। (প্রথম আলো,১৮ই মে) সাব্বাস দেশপ্রেমিক!!!!রবির দেশপ্রেমিক এইবার আমি খুজিয়া পাইলাম !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।