আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে ত্রি'মুখীসংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ও খোকশাবাড়ীতে পুলিশের সাথে জামায়াত-বিএনপির পিকেটারদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বাহিরগোলায় কর্তব্যরত পুলিশের একটি পিকআপভ্যান লক্ষ্য করে পিকেটাররা ককটেল-ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাঁধে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট-সিসা ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এ সময় রাবার বুলেটের স্প্রীন্টার লেগে রুবেল নামে এক শিশুসহ অন্তত ৫জন আহত হয়। অপরদিকে, একই সময়ে খোকশাবাড়ী ইটভাটার কাছে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ভাংচুর করার চেষ্টা করলে পুলিশের সাথে পিকেটারদের সংঘর্ষ হয়। এতে অন্তত ৫জন আহত হয়।

সদর থানার উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ ও সাদাত হোসেন জানান, বাহিরগোলা ও খোকশাবাড়ীতে পুলিশের পিকআপভ্যান  লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.