আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকে দুই বিচারপতির ‘মৃত্যু পরোয়ানা’

বৃহস্পতিবার প্রথম প্রহরে ফেইসবুকে আসা ওই ছবিতে বলা হয়, “আওয়ামীলিগের প্রকাশ্য দালালী করে নির্দোষ ব্যক্তিদের মৃত্যুদন্ড দিয়ে সারাদেশে সহিংসতা সৃষ্টি করে শত শত মানুষকে হত্যা করার অপরাধে এদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারী করা হলো। ”
এরপর দুই পাশে দুই বিচারকের ছবি ব্যবহার করে মাঝখানে বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নাম দেয়া হয়।
এরপর বলা হয়, “বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে এদের দেখামাত্রই তা (পরোয়ানা) কার্যকর করুন। ”
চলতি বছর চালু হওয়া ‘বখতিয়ারের ঘোড়া’ নামের এই পেইজে জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচি এবং যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় বিভিন্ন পোস্ট দেখা যায়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম বলেন, আমরা ওই পোস্টের বিষয়ে আগে শুনতে পাইনি।

তবে কাদের মোল্লার রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হওয়ায় বিচারপতিদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
এই দুই বিচারককে আপিল শুনানি থেকে বিরত রাখতে আবেদন করেছিল কাদের মোল্লা। সাঈদীর মামলায়ও একই ধরনের আবেদন দেয়া হয়। তবে আসামিপক্ষে এসব আবেদন খারিজ করে আপিল বিভাগ।
গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন দণ্ড দেয় ট্রাইব্যুনাল।

পরে আপিল বিভাগ গত ১৭ সেপ্টেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয়।
গত মঙ্গলবার ফাঁসি কার্যকরের উদ্যোগ নেয়া হলেও শেষ মুহূর্তে চেম্বার বিচারকের আদেশে তা আটকে যায়। বৃহস্পতিবার পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর রায কার্যকরে বাধা কাটে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।