প্রথম টেস্টের শেষ দিনে বৃষ্টির কারণেই নিশ্চিত জয়টা হাত ছাড়া হয়ে গেছে নিউজিল্যান্ডের। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনেই আবারও সেই বৃষ্টির হানা। তারপরও কাল খেলা হয়েছে ৬২ ওভার। কিউই লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ের পর বোলাররা করেছেন নিয়ন্ত্রিত বোলিং। দ্বিতীয় দিন শেষে ওয়েলিংটন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড।
আগের দিনের ছয় উইকেটে ৩০৭ রানের সঙ্গে কাল আরও ১৩৪ রান করেছে ব্রান্ডন ম্যাককালামের দল। প্রথম ইনিংসে কিউইদের ৪৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে চার উইকেটে ১৫৮ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন ৮ রানে অপরাজিত ছিলেন কিউই ব্যাটসম্যান ওয়াটলিং। কাল মূলত তিনিই নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের নেতৃত্ব দিয়েছেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন ৬৫ রান।
শেষ জুটিতেও ট্রেন্ট বোল্টের সঙ্গে ৫৮ রানের দারুণ এক জুটি গড়েছেন তিনি। এছাড়া সাউদির সঙ্গে ৩৮ এবং ইশ সোধির সঙ্গে ৪৯ রানের দুটি জুটি গড়েছেন। ক্ষুদ্র ক্ষুদ্র এই তিন জুটিই নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দিয়েছে। ১১০ রানে চার উইকেট নিয়েছেন টিনো বেস্ট। দুটি করে উইকেট নিয়েছেন গ্যাব্রিয়েল ও স্যামি।
এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হলেও মাত্র ১১৯ রানেই চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ১৫৮ রান করেছে ক্যারিবীয়রা। হাফ সেঞ্চুরি করেছেন দুই ব্যাটসম্যান এডওয়ার্ড ও স্যামুয়েলস। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে কাইরন পাওয়েলের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন কিক এডওয়ার্ড। অ্যান্ডারসনের বলে আউট হওয়ার আগে ৭৪ বলে ৫৫ রান করেছেন তিনি।
ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন স্যামুয়েলস। ৫৭ বলে ৫০ রানে অপরাজিত রয়েছেন তিনি। ২০ রানে দুই উইকেট নিয়েছেন কিউই বোলার কোরি অ্যান্ডারসন। এখনো নিউজিল্যান্ডের চেয়ে ২৮৩ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅনের শঙ্কাও রয়েছে ক্যারিবীয়দের সামনে।
ফলোঅন এড়াতে হলে আরও ৮৪ রান করতে হবে ক্যারিবীয়দের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।