লোকসভা নির্বাচনের প্রচারে আম আদমি পার্টির রোড শো চলাকালীন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির চড় খাওয়ার পর এবার লালি নামে এক অটো রিকশা চালকের হাতে চড় খেলেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
ভারতের চলমান লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দিল্লির উত্তর-পূর্বে সুলতানপুরিতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কেজরিওয়ালের ওপর এ ঘটনা ঘটে। মাত্র চারদিনের মাথায় দ্বিতীয়বার তাকে কি কারণে চড় মারা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
কেজরিওয়ালের এক সহকর্মী মনিশ সিসৈধী এক টুইট বার্তায় জানান, এই ঘটনায় চোখে আঘাত পেয়েছেন।
অন্যদিকে, এক টুইট বার্তায় কেজরিওয়াল লেখেন, 'আমি জানিনা কেন বারবার আমার সঙ্গে এ ঘটনা ঘটছে? কারা এর পরিকল্পনাকারী? তারা কী চায়? এর মাধ্যমে তারা কী অর্জন করতে চায়? তারা আমাকে কত মারতে চায়, বলুক আমি সে সময় সে স্থানে আসবো।
কিন্তু এতে কী সমস্যার সমাধান হবে?'
এদিকে, ঘটনার পর অটোরিকশা চালক লালিকে আটক করে মারধর করেছে কেজরিওয়ালের সমর্থকরা।
এর আগে গত শুক্রবার দক্ষিণ দিল্লির দক্ষিণপুরী অঞ্চলে এএপি’র রোড শো চলাকালীন এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হঠাৎ করে কেজরিওয়ালের জিপে উঠে পড়ে। কিছু বোঝার আগেই এএপি প্রধানকে লক্ষ্য করে এলোপাতাড়ি চড়, ঘুষি চালাতে থাকে ওই ব্যক্তি। ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ ধরে ফেলে এএপি সমর্থকরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।