আমাদের কথা খুঁজে নিন

   

কনভারসেশন

আমি আমার আনন্দে লিখি!!! তোমরা কখনো হলুদ রঙের ডাক বিভাগের খামে চিঠি পাঠিয়েছ?প্রথমে দুই আর পড়ে আড়াই টাকা ছিল তার দাম!কিংবা এক টাকা রঙের পোস্ট কার্ডে? সে কী?তোমরা দেখনি?তাহলে তোমদের কাছে নীল খামের আবেদন কিভাবে পৌছাবে বল? কি বললে?কোন নীল খাম?কেন?তোমরা জুই নারিকেল তেলের সেই নীল খামের চিঠির কথা শুনোনি?তাহলেওড়না ছাড়া মিতা নূর তাহলে অলিম্পিক ব্যাটারীতে কি যৌবন পেত,সে তো তোমরা বুঝবে নাহ! তোমরা কেবল বল ভালবাসা ভালবাসা?সেই ভালবাসা তো পিজা হাটের পিজা,আর কে এফ সি এর চিকেনের সাথে ফ্রাই অথবা মুভ এন পিকের আইসক্রীমের সাথে গলে যাবে!! ও কি বললে?তোমরা টেক্সট কর,ফেসবুকে চ্যাট কর?ফ্রী ই মেল আদান প্রদান কর? আচ্ছা,তাহলে বলি,প্রেমিকার দেয়া প্রথম নীল খামের চিঠি কাগজ ছিল ইসলামিয়া লাইব্রেরীর খাতা,চিঠির ওপরে কলম দিয়ে আকা বাক্স,ওখানে লেখা ছিল,আমি এখানে ঠোট রেখেছিলাম,তুমি রাখবে? বুদ্ধদেব বসুর-একটু উষ্ণতার জন্য পড়েছ কখনো?ওহ!নেটে পিডিএফ খুজে পাওনি?তাহলে তোমরা প্রেমিকার রুমালে মোছা গন্ধ পাবে কি করে?তোমাদের রুমাল আছে আদৌ?থাকলেও সেখানে লেখা নেই- যাও পাখি বল তারে... সে যেন ভুলে না মোরে... নীলক্ষেতের সব পুরনো বই কিনে দেখবে,প্রথম পাতায় কত নিবেদন থাকে!!কত আনন্দ বেদনার গন্ধেরা নিবিড়ে লুকিয়ে থাকে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।