আমাদের কথা খুঁজে নিন

   

দেশদ্রোহী নাকি দুর্নীতিবাজ, কার বিচার আগে?



অনেক নাটকের পর গতকাল রাত ১০:০১ টায় '৭১-এ মিরপুর এলাকার নামকরা রাজাকার কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। তারপর থেকেই ফেসবুকে মানুষের উল্লাসের পাশাপাশি কিছু কিছু 'মানুষের' প্যাঁ প্যু শুরু হয় এই সরকারকে গালাগালি করে। তাদের সাথে কসাই কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর কতিপয় 'ইসলাম রক্ষক'-এর পুটুতে আগুন লেগে গেছে! ইসলাম রক্ষার চিন্তায় তাদের দিন রাত সব এক হয়ে যাচ্ছে! দেশের ভবিষ্যৎ চিন্তায় তাদের রাতের ঘুম হারাম হওয়ার দশা! বাংলাদেশের মানুষের 'স্বাধীনতা' নিয়ে তাদের এখন খুবই আতংকিত! তারা এখন জিজ্ঞেস করছে শুধু রাজাকারের বিচার হলে কি দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, কাল থেকে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, মেয়েরা কি এখন নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে ইত্যাদি ইত্যাদি!!! আমার ফ্রেন্ডলিস্টের এই টাইপের স্ট্যাটাস দেয়া কিছু পোলাপানের স্ট্যাটাসের সারমর্ম করলে যা দাঁড়ায় তা হল, তারা দেশদ্রোহিতা আর দেশের ভেতরের দুর্নীতি দুটাকে এক করে ফেলতেছে! তারা বলতেছে, যদি দেশদ্রোহীদের বিচার হয় তবে দুর্নীতিবাজদের বিচার কেন হবে না?! দেশদ্রোহিতা যেমন অপরাধী তেমনি দুর্নীতিবাজরাও অপরাধী। তাহলে তাদের বিচার কেন হচ্ছে না? বিচার অবশ্যই হবে ভাই, হবে না কেন? তবে আগের কাজ তো আগে সারতে দেন। আগে যারা 'বাংলাদেশ' নামের এই দেশটাই চায় নাই, তাদের বিচারটা করতে দেন।

তারপর না হয় বাকিদেরটা ভাবা যাবে। আগে বাংলাদেশের অস্তিত্বটা ঠিক রাখার ব্যাবস্থা করা হোক, দেশটাকে পাকিস্তান আফগানিস্তান হওয়া থেকে বাঁচান হোক। তারপর যারা এখন দেশের ক্ষতি করতেছে তাদের বিচার করা হবে! প্রায়োরিটির দিক থেকে দেশের প্রথম শত্রুতো দেশদ্রোহীরাই, তাই না? তাহলে তাদের বিচারটাই আগে হোক। দেশটাকে আগে কলঙ্কমুক্ত হতে দেন, তারপর দেশটাকে আমরা দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করব। এখন যেভাবে সবাই হাতে হাত রেখে যুদ্ধাপরাধীদের বিচার করেছি ঠিক সেভাবেই আমরা দেশটাকে দুর্নীতিবাজ মুক্ত করব।

আমাদের সোনার বাংলা সোনার মত জ্বলজ্বল করবে পৃথিবীর বুকে। আমরা বুক ফুলিয়ে বলব আমরা বাংলাদেশের নাগরিক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.