বাংলাদেশ দলের ১৪ জন ক্রিকেটার আইসিএলে যোগ দিয়েছেন। এই লিগে তিনবছরের জন্য চুক্তি করে তারা অনেক টাকা পাচ্ছেন। কিন্তু যেহেতু এই লিগ আইসিসি ও ভারতের ক্রিকেট বোর্ড কর্তৃক অনুমোদিত নয়, তাই তারা জাতীয় দলে খেলতে পারছেন না। বিসিবি ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে ১৪ ক্রিকেটারকে। এছাড়া আইনগত ব্যবস্থাও নেয়া হবে। এসব ক্রিকেটাররা দাবি করছেন, তারা ভুল কিছু করেননি। কারণ জাতীয় দলে জায়গা না পাওয়ায় কিংবা সে ধরণের কোন সম্ভাবণা না দেখায় তারা সেখানে খেলতে যাচ্ছেন। তবে জাতীয় দল ডাকলে যে কোন সময় তারা ফিরে আসবেন। আসলেই কি এরা দেশদ্রোহী?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।