আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারিতে শেষ হবে ভেন্যুর প্রস্তুতি

বিশ্বকাপ দাঁড়িয়ে আছে ব্রাজিলের দোরগোড়ায়। ছয় মাস পর বিশ্বকাপের আবহেই ফুটবল ভক্তরা সময় কাটাবেন। তবে এখনো প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেনি ব্রাজিল। ছয়টি স্টেডিয়ামের কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যে কুইয়াবার প্যান্টানাল এরিনার কাজ শেষ হতে সময় লাগবে ফেব্রুয়ারি পর্যন্ত! বিশ্বকাপের এই ভেন্যুতে গ্রুপ পর্বের মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ১৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চিলি-অস্ট্রেলিয়া ম্যাচ। এ ছাড়াও ১৭ জুন রাশিয়া-দক্ষিণ কোরিয়া, ২১ জুন নাইজেরিয়া-বসনিয়া এবং ২৪ জুন জাপান-কলম্বিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে। নকআউট পর্বের কোনো ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হবে না।

কুইয়াবা স্টেডিয়ামের কাজ এখনো পর্যন্ত প্রায় ২০ শতাংশ বাকি। ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল ফিফা।

এরপর বিশ্বকাপের সব ভেন্যু ফিফার কাছে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তবে ডিসেম্বর তো বটেই, এমনকি জানুয়ারিতেও কাজ শেষ করতে পারছে না ব্রাজিল। কুইয়াবা প্রদেশের সচিব মরিসিও গুইমারেস বলছেন, 'এই ভেন্যু পরীক্ষা করার জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ' ফিল্ডের কাজ তো বাকি আছেই, রয়েছে গ্যালারিতে আসন পাতার কাজও। কুইয়াবা ছাড়াও কুরিতিবার ভেন্যুর কাজও অনেকটা বাকি।

ফিফার কাছে মাঠ হস্তান্তর করার পরও অনেকটা সময় লাগবে বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতি সেরে নিতে। বিশ্বকাপের সবগুলো ভেন্যুতেই পরীক্ষামূলক ম্যাচ অনুষ্ঠিত হবে। অবশ্য কনফেডারেশনস কাপে ব্যবহৃত ছয়টি ভেন্যু এরই মধ্যে পরীক্ষা করে নিয়েছে ফিফা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.