আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ অঙ্গন ১৭শ সংখ্যা : ১০ ফেব্রুয়ারিতে বইমেলায় আসছে আশা করছি

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে। সবুজ অঙ্গনের প্রাপ্তিস্থান সবুজ অঙ্গনের সম্মানিত লেখকগণের প্রতি বিনীত অনুরোধ রাখছি, দয়া করে কেউ বইমেলার স্টল থেকে সবুজ অঙ্গনের কোনো সৌজন্য কপি নিতে চাইবেন না। সবুজ অঙ্গনের কোনো নির্দিষ্ট প্রকাশনা বা স্টল নেই, ম্যাগাজিনটি অন্যান্য প্রকাশনির স্টলে রাখা হয়েছে।

স্টল থেকে সৌজন্য সংখ্যা চাওয়া হলে প্রকাশকগণ বিরক্তি বোধ করেন। ইতোমধ্যে এরকম কিছু ঘটনা ঘটেছে। সবাইকে কবি মুরসালিনের প্রতিভা প্রকাশ, স্টল নং ৬২৮ থেকে মাত্র ২০ টাকার সৌজন্যে সবুজ অঙ্গন সংগ্রহ করবার অনুরোধ করছি। দেশের ভিতরে যাঁরা সৌজন্য কপি পেতে আগ্রহী, দয়া করে ই-মেইলে পুনরায় ঠিকানা পাঠান। সবাইকে ধন্যবাদ।

আপডেট ৬ ফেব্রুয়ারি ২০১২ গতরাতে ট্রেসিং বের করা হয়েছে। কভারপেইজও হয়ে গেছে। পূর্ণ লেখকতালিকা : স্মৃতি তুই আমাদের ছেড়ে চলে গেলি, জাহিদ?। ৯ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই অকালপ্রয়াত মোঃ জাহিদুল ইসলাম খানের একটি কবিতা : চেয়েছিলাম। ১৩ কবিতাগুচ্ছ সাযযাদ কাদির।

১৪ শামীম আজাদ। ১৯ মুক্তি মণ্ডল। ২১ সেলিনা শিরীন শিকদার। ২২ আশরাফ মাহমুদ। ২৪ মতিউর রহমান সাগর।

২৫ শাকিলা তুবা। ২৭ রেজা রহমান। ২৯ ভাস্কর চৌধুরী। ৩১ অলোক মিত্র। ৩২ মেহবুবা।

৩৩ বাবুল হোসেইন। ৩৪ আকতার জাভেদ। ৩৫ আলীম হায়দার। ৩৬ হানিফ রাশেদীন। ৩৭ শাহেদুজ্জামান লিংকন।

৩৮ শাহ আকরাম রিয়াদ। ৩৮ ত্রিশাখ জলদাস। ৩৯ মৃন্ময় মীযান। ৩৯ নির্ঝর নৈঃশব্দ্য। ৪০ ফয়সল অভি।

৪০ ডিউক জন। ৪০ প্রবন্ধ রবীন্দ্ররচনায় যাত্রাগান। ৪১ তপন বাগচী কবিতাগুচ্ছ ইমন তোফাজ্জল। ৪৮ মোঃ মুজিব উল্লাহ। ৫০ শৈবাল কায়েস।

৫০ রবিউল মানিক। ৫১ মিতা নূর। ৫১ ফজলুল হক মিলন। ৫২ রেজওয়ান তানিম। ৫৩ সায়েম মুন।

৫৪ রফিক রইচ। ৫৪ আব্দুল্লাহ আল জামিল। ৫৫ আদনান ফারাদী। ৫৫ সৈয়দ আরমানুল হক। ৫৬ নিমা।

৫৬ কামরুল কমল। ৫৭ মামুনুর রহমান খান। ৫৭ রাজীব চৌধুরী। ৫৮ আশরাফুল ইসলাম দূর্জয়। ৫৯ রিয়া হাবিব।

৫৯ শায়মা হক। ৬০ রুমানা গণি। ৬১ সকাল রয়। ৬২ উম্মে মারিয়াম। ৬৩ গল্প অংকে মাস্টার্স।

৬৪ জাহাঙ্গীর অরুণ শুক্রবার, আমি ও পোষা বেড়াল। ৬৭ অরণ্য চাকা। ৭১ মামুন ম. আজিজ ভাঙা পেন্সিলে...। ৭৫ মাহী ফ্লোরা কৃষ্ণপক্ষের জ্যোৎস্না। ৭৯ স্বদেশ হাসনাইন সৃষ্টিকর্তা, কবে আসবে তুমি?।

৮৩ মোজাফ্‌ফর হোসেন কৃষ্ণচূড়া। ৮৪ এলিজা আজাদ ফেইসবুক গ্রুপ সবুজ অঙ্গন সাহিত্যপত্রিকা থেকে সংকলিত কবিতাগুচ্ছ জন রোমেল। ৮৬ দেবদাস রায় বাবুল। ৮৬ সৈয়দ সাইফুর রহমান সাকিব। ৮৭ মেরাজ সরদার।

৮৭ সুমন আখন্দ। ৮৮ মৌসুমি সেন। ৮৮ জেবুননেসা হেলেন। ৮৮ মনোয়ারা মণি। ৮৮ বিজ্ঞান কল্পকাহিনি ঈশ্বরীয় আবেশ।

৮৯ মুহাম্মদ আনোয়ারুল হক খান একটি সাক্ষাৎকার আমি যা করছি তা অন্যদের চেয়ে কিছুটা ভিন্ন : হারুকি মুরাকামি। ৯২ অনুবাদ : হাসিনুল ইসলাম আপডেট ৫ ফেব্রুয়ারি ২০১২ ফাইনলা প্রুপ কমপ্লিট করে পান্থ বিহোসের কাছে পাঠালাম। আজ রাতের মধ্যেই ট্রেসিং বের করার প্ল্যান। তারপর প্রেসে যাবে। কভারপেইজও আজ রাতে পাবার কথা।

ওটার কাজও সমান্তরালভাবে চলতে থাকবে। ১০ ফেব্রুয়ারিতে সবুজ অঙ্গন বইমেলায় আসবে, মনেপ্রাণে কামনা করছি, প্রস্তুতিও সে-রকমভাবে নিচ্ছি। উৎসর্গ এ সংখ্যাটি উৎসর্গ করা হচ্ছে মোঃ জাহিদুল ইসলাম খানকে, যিনি সবুজ অঙ্গনের প্রতিষ্ঠাতা সহ-সম্পাদক ছিলেন। ২০০২ সালের ঢাকা বইমেলা থেকে জাহিদ, করিম, শাহজাহান, শাহনাজ, ইমরান ও আমি সবুজ অঙ্গনের যাত্রা শুরু করি। জাহিদ আমাদের সবসময়ের সঙ্গী ছিল।

৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে আর্জেন্টিনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহিদ নিহত হয়। আমরা ওর জন্য দোয়া করছি, আর ওর শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করছি। জাহিদ এক টগবগে তরুণের নাম। ওর প্রাণোচ্ছল সাহচর্যের কথা আমি কিছুতেই ভুলতে পারি না। অবিশ্বাস্য ওর মৃত্যু।

১৭শ সংখ্যায় যা যা থাকছে/যাঁরা যাঁরা থাকছেন শুরুতেই রয়েছে জাহিদকে নিয়ে একটা স্মৃতিচারণ। সবুজ অঙ্গন ১ম সংখ্যায় জাহিদের একটা কবিতা ছাপা হয়েছিল, সেটি আছে এ সংখ্যায়। জাহিদ জীবনে আর কোনো কবিতা লিখেছিল কিনা জানি না। জাহিদ নিজেই এখন একটা কবিতা। ৪৪ জন কবির পঞ্চাশোধিক কবিতা আছে- এঁদের মধ্যে কয়েকজন হলেন কবি সাযযাদ কাদির, শামীম আজাদ, মুক্তি মণ্ডল, সেলিনা শিরীন শিকদার, আশরাফ মাহমুদ, মতিউর রহমান সাগর, শাকিলা তুবা, রেজা রহমান, ভাস্কর চৌধুরী, অলোক মিত্র, মেহবুবা, বাবুল হোসেইন, আকতার জাভেদ, আলীম হায়দার, হানিফ রাশেদীন, শাহেদুজ্জামান লিংকন, শাহ আকরাম রিয়াদ, ত্রিশাখ জলদাস, মৃন্ময় মীযান, নির্ঝর নৈঃশব্দ্য, ফয়সল অভি, ডিউক জন, প্রমুখ।

ড. তপন বাগচীর একটা প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। জাহাঙ্গীর অরুণ ও অরণ্য সহ ৭ জন লেখকের ৭টি গল্প ছাপা হচ্ছে। ফেইসবুক গ্রুপ সবুজ অঙ্গন সাহিত্যপত্রিকা থেকে জন রোমেল, দেবদাস রায় বাবুল, সৈয়দ সাইফুর রহমান সাকিব, মেরাজ সরদার সহ মোট ৮ জন কবির ৮টা কবিতা সংকলিত হয়েছে। এ ছাড়াও একটি বিজ্ঞান কল্পকাহিনি ও একটি সাক্ষাৎকার ছাপা হচ্ছে এ সংখ্যায়। সবুজ অঙ্গনের মূল্য সবুজ অঙ্গনের আগের সংখ্যার (১৬শ সংখ্যা) কোনো মূল্য ধরা হয় নি যে-সব লেখক সৌজন্য কপি পান নি, স্টলে প্রাপ্তি সাপেক্ষে ওটি সংগ্রহ করতে পারবেন।

৬ ফর্মা সাইজের বর্তমান সংখ্যার মূল্য ২০ টাকা এটি স্টলের ভাড়া লেখকদের জন্য স্টল থেকে কোনো সৌজন্য কপি থাকছে না বলে 'স্যরি' প্রকাশ করতে হচ্ছে কারণ স্টল থেকে সৌজন্য সংখ্যা বিতরণ করার নিয়ম নেই ***** শুরুতেই দৃষ্টি আকর্ষণ করছি : অনেকেই কবিতার শিরোনাম, এমনকি কবি বা লেখকের নাম ছাড়াই লেখা পাঠাচ্ছেন যাঁরা লেখার শিরোনাম, লেখক-নাম লেখার সাথে একই পৃষ্ঠায় লেখেন নি তাঁরা দয়া করে এগুলো নির্ভুলভাবে বাংলায় লিখে পুনরায় আজকের মধ্যেই পাঠিয়ে দিন। এতো লেখার ভিড়ে এতো অল্প সময়ে সবার সাথে ব্যক্তিগত যোগাযোগ সম্ভব নয়, আশা করি এই অপারগতা ক্ষমা করবেন। শুভকামনা। ______________________________________ প্রিয় বন্ধুরা, সবুজ অঙ্গন ১৭শ সংখ্যার জন্য ২৫ জানুয়ারি ২০১২'র মধ্যে নিম্নলিখিত বিভাগে লেখা পাঠান: ক। কবিতা খ।

ছড়া গ। গল্প ঘ। প্রবন্ধ ঙ। রম্য চ। সায়েন্স ফিকশন ছ।

ভ্রমণকাহিনি জ। সাহিত্যসমালোচনা ঝ। স্মৃতিকথা ঞ। সমসাময়িক কবি ও কবিতার উপর পর্যালোচনামূলক নিবন্ধ। ব্লগ, ফেইসবুক বা পত্রিকায় পূর্বে প্রকাশিত লেখাও জমা দেয়া যাবে।

ইউনিকোড ফন্টে এডিট করতে খুব সমস্যা হচ্ছে। বন্ধুরা, দয়া করে এখন থেকে কেউ ইউনিকোডে লেখা পাঠাবেন না; সুটুনিএমজে ফন্টে লেখা পাঠান। এক্ষেত্রে শুধু ইউনিকোড থেকে কনভার্ট করে দিলেই হবে না, এ-কার, ও-কার, ঐ-কার, এবং বানান সমূহ ঠিক করে পাঠাতে হবে। কনভার্টার আমার আছে; কনভার্ট করার পর অক্ষর অনেক ভেঙেচুরে যায় বলে দয়া করে ওগুলো ঠিক করে দেবেন। কোনো পিডিএফ কপি গ্রহণযোগ্য নয়।

লেখা ই-মেইল করুন : অথবা ডাক/কুরিয়ার : সবুজ অঙ্গন, পান্থ বিহোস, ৬৯ আরামবাগ, ঢাকা-১০০০ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ম্যাগাজিন বইমেলায় আসবে আশা করছি। এটি পান্থ বিহোস সম্পাদনা করবেন। কোনো বিভাগেই দয়া করে কেউ একটির বেশি লেখা পাঠাবেন না। সার্কুলারটি আপনাদের বন্ধু, অন্যান্য ব্লগ ও ফেসবুকে শেয়ার করলে কৃতজ্ঞ থাকবো। পরিশিষ্ট : ১৬শ সংখ্যার লেখক - সামহোয়্যারইন ব্লগে বিস্তারিত বিবরণ এবং পিডিএফ কপি ১৫শ সংখ্যার লেখক - সামহোয়্যারইন ব্লগে বিস্তারিত বিবরণ এবং ১৫শ সংখ্যার পিডিএফ কপি ব্লগীয় কবিতা সংকলন ২০১০ - সামহোয়্যারইন ব্লগে বিস্তারিত বিবরণ এবং পিডিএফ কপি সবুজ অঙ্গন আন্তর্জালিক কবিতাগুচ্ছ-২০০৯ - সামহোয়্যারইন ব্লগে বিস্তারিত বিবরণ এবং পিডিএফ কপি পিডিএফ কপি - সবুজ অঙ্গন অণু-উপন্যাস সংকলন-২০০৬ : ১২ জন নবীন লেখকলেখিকার ১২টি অণু-উপন্যাস একত্রে পিডিএফ কপি - সবুজ অঙ্গন ৯ম সংখ্যা এপ্রিল ২০০৫; সাদাকালো ও পাতলা কভার পিডিএফ কপি - সবুজ অঙ্গন সাহিত্য সংকলন ২০০৫; ২০ জন নবীন লেখকলেখিকার ২০টি অণুগ্রন্থ একত্রে পিডিএফ কপি - সবুজ অঙ্গন প্রথম সংখ্যা বইমেলা ২০০৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।