আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপ চলবে: হানিফ

বুদ্ধিবীবী দিবসে শনিবার ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
দশম সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়ার সুযোগ শেষ হওয়ার পর জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর উদ্যোগে আলোচনায় বসেন দুই প্রধান দলের নেতারা।
ওই আলোচনার বিষয়ে হানিফ বলেন, “চলমান সংলাপ অব্যাহত থাকবে। ”
৫ জানুয়ারি ভোটগ্রহণের পথে এগিয়ে গেলে সমঝোতা প্রত্যাশী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন শুরুতে বলেছিলেন, সমঝোতা হলে সব কিছুই সম্ভব হবে।
তবে সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

সেক্ষেত্রে এখন সমঝোতা হলে তা বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে, তার রূপরেখাও রাজনীতিকদের দিতে হবে বলে মন্তব্য করেছেন সিইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়ননপত্র প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ার পর শনিবারও হানিফ জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দেন।
তিনি বলেন, “নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যারা অংশ নিয়েছেন, তাদের নিয়েই নির্বাচন হবে। ”
জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও দলটিতে তা নিয়ে মতবিভেদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এরশাদ সিএমএইচে ভর্তি আছেন।

দলের একাংশ বলছে, তিনি অসুস্থ। তবে এরশাদের নামে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তাকে আটক করা হয়েছে।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।