চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে প্রধান দু’টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে তৃতীয়বারের মতো সংলাপ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠণ এফবিসিসিআই। সমঝোতার উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সংগঠণটি।
শীর্ষনেতাদের এই সংলাপ সফল হবে এবং অতিদ্রুত তারা একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছবে বলে আশা প্রকাশ করেছে সংগঠণটি।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এফবিসিসিআই’র পক্ষ থেকে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দশম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস যাবত সহিংস হরতাল, অবরোধ ও আন্দোলনে দেশের সার্বিক আর্থ-সামাজিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
এ অবস্থায় দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি প্রায় দেউলিয়াত্বের সম্মুখীন। এমন বিপর্যয়ের সময় দেশের প্রধান দু’টি দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের সূচনাকে জাতির জন্য আশাব্যঞ্জক ঘটনা বলে মনে করছে তৈরি পোশাক শিল্প মালিকদের এই সংগঠনটি।
প্রধান দু’টি দলের মধ্যে সমঝোতা হলে নির্বাচনের পুনঃতফসিল হতে পারে, নির্বাচন কমিশনের এমন কথার ভিত্তিতে এফবিসিসিআই মনে করছে সমঝোতার পথ এখনো খোলা আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।