ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, পাইরেট বে টিম এ সংক্রান্ত সমস্যা ও আইনি জটিলতা এড়াতে নিজস্ব ওয়েব ব্রাউজার তৈরি করছে। এ ছাড়াও বেশ কিছু পরিবল্পনা রয়েছে তাদের।
তাদের আসন্ন এ ব্রাউজারটিতে কোনো প্রকার সেন্ট্রাল হোস্টিং ছাড়াই ফাইল শেয়ার এবং স্টোর করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়াও এতে সাইটটির বারবার ডোমেইন নাম বদলানোর প্রয়োজন পড়বে না এবং সেন্সর ব্রাউজিংয়ের শিকার হতে হবে না। ব্যবহারকারীরা চাইলে বিশেষ এ ব্রাউজারের প্লাগইনও ইনস্টল করে নিতে পারবেন ক্রোম কিংবা ফায়ারফক্সে।
এতে করে ক্রোম বা ফায়ারফক্সের মাধ্যমেও পাওয়া যাবে পাইরেট বে-এর সেবা।
শুধু ব্রাউজারই নয়, আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন পাইরেট বে-এর সহপ্রতিষ্ঠাতা পিটার সান্ডে।
পাইরেট বে প্রধানত ফাইল শেয়ারিং সেবা দিয়ে থাকে। এর ফলে অনেক গান, সিনেমা, গেইম ইত্যাদি পাওয়া যেত তাদের সাইটে। কিন্ত এই প্রযুক্তির সুযোগে সাইটটিতে কপিরাইট আইন বিরুদ্ধ লেনদেন হওয়ায় ২০১২ সালের এপ্রিলে একটি আইনি নিষেধাজ্ঞা জারি হয় সাইটটির উপর।
যার ফলে যুক্তরাজ্যসহ অনেক দেশ তাদের আইপি অ্যাড্রেস বন্ধ করে দেয়। পাইরেট বে সাইটটির হার্ডওয়্যারও জব্দ করে নেওয়া হয়েছিল। কিন্ত তারা জানিয়েছে, তারা তাদের সব ফাইল ক্লাউডে স্থানান্তর করে রেখেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।