চোখের তারায় জোছনা ঝরে পুলক ঝরে কথায়
__শাফিক আফতাব
একদা এক রাজ্যের রাণী লম্বা মাথার চুল
তাকে দেখেই ঘটেছিলো মস্ত একটা ভুল
তাকে দেখেই ভুলে ছিলাম আমার আপন পর
কে আছে আর ধরার তরে সেই শুধু সুন্দর
চোখের তারায় জোছনা ঝরে পুলক ঝরে কথায়
প্রেমের বাণে প্রাণে আনে কানের তারে সুধায়
তারি ছোঁয়ায় মনের ভেলায় ভাসে শান্ত সুর
সেই তো আমার খেলার সাথী শান্ত সমুদ্দুর।
ভুলেই তারে ভালোবেসে মনটা দিলাম হায়
এখন কিন্তু সকাল সন্ধা সে আমারে কাঁদায়
বাজার করো বাচ্চা ধরো রান্না ঘরে আসো
আনাজ কোটো, বাটনা বাটো যদি ভালোবাসো
এখন আমি রাণীর কিন্তু শান্ত ক্রীতদাস
যা বলে সে মান্য করি না করি প্রকাশ।
১৪.১২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।